Hrithik Roshan Property: বাড়ির দামই ১০০ কোটি, গাড়ির দাম ৭ কোটি! জানুন কত টাকার মালিক হৃত্বিক!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বলিউডে যে সকল অভিনেতা অভিনেত্রীরা অভিনয়ের জগতে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। তবে তিনি একের পর এক সিনেমা হিট করে বলিউডে এমন জায়গা নিয়েছেন তা নয়। জীবনের প্রথম সিনেমা ‘কহো না প্যায়ার হ্যা’ সুপার ডুপার হিট হলেও পরবর্তী সিনেমাগুলি সেই ভাবে নজর কাড়তে পারেনি। তবে সিনেমা জগতে সেই ভাবে নজর না কাড়লেও সম্পত্তির (Hrithik Roshan Property) নিরিখে তার ধারের কাছে নেই বলিউডের বহু হিট তারকা।

হৃত্বিক রোশনের একটি সিনেমার হিট হওয়ার পর একের পর এক সিনেমা ফ্লপ করতেই এক সময় তিনি ‘ওয়ান ফিল্ম হিরো’ তকমা পেয়েছিলেন। সেই সময় বহু পরিচালক, প্রযোজকরাও তাকে নিয়ে আর সিনেমা করতে রাজি ছিলেন না। তবে এরপর ধৈর্য ধরতে ধরতে ফের তার ভাগ্য খুলে দেয় কই মিল গ্যায়া। ১০ জানুয়ারি হৃত্বিক রোশনের জন্মদিনে (Hrithik Roshan Birthday) চলুন দেখে নেওয়া যাক তার সম্পত্তির পরিমাণ কত আর এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি।

হৃত্বিক রোশনের মুম্বাইয়ে যে বাড়িটি রয়েছে সেটি অবস্থিত জুহু ভার্সোভা লিংক রোডে। যে বাড়িটি এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ৩৮ হাজার ফুট বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত এই বাড়ি। বিভিন্ন সূত্রে জানা যায়, হৃত্বিক রোশনের এই বাড়িটির বর্তমান দাম ১০০ কোটি টাকার বেশি। বাড়ির পাশাপাশি হৃত্বিক রোশনের বিলাসবহুল গাড়ির শখ রয়েছে। তার কাছে নাই নাই করে দশটি বিলাসবহুল গাড়ি রয়েছে বলেও জানা যাচ্ছে। তার কাছে যে সবচেয়ে দামি গাড়ি রয়েছে সেটি হল রোলস রোয়েস ঘোস্ট সিরিজ ২। এই গাড়িটির দাম ৭ কোটি টাকা।

আরও পড়ুন ? ‘রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন’, মুখ্যমন্ত্রীর ভুলভাল মন্তব্যকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী

এছাড়াও তার গ্যারেজে রয়েছে অন্যান্য বিভিন্ন বিদেশি নামিদামি ব্রান্ডের গাড়ি। তার গ্যারেজে রয়েছে অডি, মার্সিডিজ এবং পোর্শের মতো গাড়িও। বাড়ি গাড়ি ছাড়াও ঋত্বিক রোশনের আরও একটি বড় শখ রয়েছে আর সেটি হল নামিদামি ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহ করা। এই সব থেকে তার কাছে বিভিন্ন নামিদামি ব্রান্ডের ঘড়ি রয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি এই বিষয়টি তিনি নিজেই একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

হৃত্বিক রোশনের আয়ের সবচেয়ে বড় উৎস হলো জিম। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তার অনেক জিম রয়েছে বলে জানা যায়। কেবলমাত্র ভারতেই তার ১১ টি জিম রয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়াও ২০১৩ সালে অভিনেতা চালু করেছিলেন নিজের পোশাকের ব্র্যান্ড। যেখান থেকেও প্রচুর টাকা রোজগার হয়ে থাকে অভিনেতার। একজন নামকরা অভিনেতা হওয়ার কারণে একটি সিনেমা করতে তিনি ৩৫ থেকে ৭০ কোটি টাকা নিয়ে থাকেন। সিনেমা ছাড়াও এনডোর্সমেন্ট থেকেও বিপুল পরিমাণে রোজগার করে থাকেন তিনি। পাশাপাশি প্রতি বিজ্ঞাপনের জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা দর হেঁকে থাকেন তিনি। সব মিলিয়ে হৃত্বিক রোশনের মোট তিন হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানা যায়।