Shahjahan Sheikh Property: ইডির গায়ে হাত! সন্দেশখালির শাহজাহানের কত সম্পত্তি জানেন! চুনোপুটি বড় বড় মন্ত্রীরাও

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সকাল থেকে সংবাদের শিরোনামে সন্দেশখালি। ওই এলাকার বাহুবলী তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হন। তার অনুগামীরা ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে ইঁট পাটকেল ছুঁড়ে গ্রাম থেকে দূরে সরিয়ে দেয়। এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি শাহজাহান শেখের (Shahjahan Sheikh Property) ক্ষমতা এবং তার প্রতিপত্তি নিয়েও নানান প্রশ্ন উঠছে।

ইডি হোক অথবা সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের বড় বড় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালালেও এইরকম ভাবে কোনদিন বাধার সম্মুখীন হয়নি। যে কারণে এই ঘটনা রাজ্য তথা দেশের সব সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিচারকরাও এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। এসবের পরিপ্রেক্ষিতেই মনে হচ্ছে এই ঘটনা আগামী দিনে শাসকদলের কাছে শিরেসংক্রান্তি হয়ে দাঁড়াতে পারে।

শেখ শাহজাহানের এলাকায় প্রতিপত্তি নিয়ে আমরা আগেই জেনেছি। তিনি উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ। এর পাশাপাশি তিনি তৃণমূলের কনভেনার। একসময় তিনি সরবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত প্রধান ছিলেন। যদিও রাজনৈতিক ক্ষেত্রে তার উত্থান কিন্তু বাম আমলে। ২০১৩ সালে তিনি বর্তমান শাসক দল তৃণমূলে যোগদান করেন এবং তারপর দাপুটে নেতা হয়ে দাঁড়ান। তিনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এবং এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, এলাকায় তার দাপট এতটাই যে এখানে তার ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায়।

আরও পড়ুন 👉 Shahjahan Sheikh: ইডির গায়ে হাত! সন্দেশখালীর বাহুবলী কে এই শাহজাহান শেখ! জানুন আসল পরিচয়

প্রশ্ন হল এমন একজন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার সম্পত্তির পরিমাণ কত? সাধারণ একজন স্থানীয় নেতা হলেও শেখ শাহজাহানের সম্পত্তি আকাশছোঁয়া। বাড়িতে ১৭ টি গাড়ি রয়েছে তার। এর পাশাপাশি তার ব্যাংক ব্যালেন্স শুনলেও আপনার মাথা ঘুরে যাবে। শেখ শাহজাহানের ব্যাংকে থাকা টাকার পরিমাণ প্রায় দু’কোটি। এমনকি তিনি ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নগদ দু’লক্ষ টাকা নিয়ে ভোটে নেমেছিলেন।

শেখ শাহজাহানের ব্যাংকে ১ কোটি ৯২ লক্ষ ১২ হাজার টাকা থাকার পাশাপাশি তার কাছে ২ কোটি ৩৯ লক্ষ টাকার সোনার গহনা রয়েছে। এছাড়াও সব মিলিয়ে তিনি ৪৩ বিঘা জমির মালিক। বর্তমানে এই সব জমির বাজার মূল্য ৪ কোটি টাকার বেশি। এছাড়াও সরবেড়িয়া গ্রামে তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। এই সমস্ত হিসেব অনুযায়ী শাহজাহান নিজেই আনুমানিক ১০ কোটি টাকার মালিক।