লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ফেলড! আসছে কেন্দ্রের বিশ্বকর্মা স্কিম, কারা পাবেন, কি কি পাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র এবং রাজ্য, দেশের প্রতিটি সরকার দেশের নাগরিকদের সুবিধার জন্য নানান ধরনের প্রকল্প চালু করে থাকে। সেই সকল প্রকল্পের মধ্যে এমন কিছু প্রকল্প (Government Scheme) রয়েছে যেগুলি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার অথবা স্বাস্থ্য সাথী প্রকল্প। তবে এসবকে অনেক পিছনে ফেলে এবার কেন্দ্র সরকারি চালু করতে চলেছে বিশ্বকর্মা প্রকল্প (PM Vishwakarma Scheme)।

Advertisements

নতুন এই প্রকল্পের বিষয়ে প্রথম শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এই প্রকল্প নিয়ে আগাম বার্তা দেন। প্রধানমন্ত্রীর সেই বার্তা অনুযায়ী এবার এই প্রকল্পের অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর খুব তাড়াতাড়ি এই প্রকল্প সাধারণ মানুষদের জন্য চালু করে দেওয়া হবে এমনই জানা যাচ্ছে।

Advertisements

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে? যেকোনো প্রকল্পের ক্ষেত্রেই প্রথমেই আসে টাকার গল্প। সেই গল্প অনুযায়ী কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এই তিন লক্ষ টাকা দেওয়া হবে ঋণ হিসাবে। তবে দিনের ক্ষেত্রে সুদের পরিমাণ একেবারেই নামমাত্র। এমন ঋণের জন্য নেওয়া হবে মাত্র পাঁচ শতাংশ সুদ। এছাড়াও এই প্রকল্পের মধ্য দিয়ে কারিগরদের প্রশিক্ষণ এবং কাজের সুবিধা করে দেওয়া হবে।

Advertisements

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? প্রাথমিকভাবে ১৮ ক্ষেত্রে কারিগরদের এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এই সকল কারিগর যারা এই প্রকল্পের আওতায় আসবেন তাদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। যাতে ডিজিটাল লেনদেনের মাধ্যমে নিজেদের কাজের পরিধি বাড়ানো যায় তার জন্য উৎসাহ ভাতা দেওয়া হবে। এমন প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্য সুযোগ পাবেন কাঠমিস্ত্রি, লোহারমিস্ত্রি, কুমোর, জুতোর মিস্ত্রি, রাজমিস্ত্রি-সহ নানান পেশার কারিগররা।

প্রাথমিকভাবে প্রথমেই এক লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে। পরের দফায় দেওয়া হবে দু’লক্ষ টাকা। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ২০১৮ সাল পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩০ লক্ষ কারিগর উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নতুন এই প্রকল্প আগামী সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ বিশ্বকর্মা পুজোর দিন চালু হবে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ।

Advertisements