২০২৭ এর ক্রিকেট বিশ্বকাপের নিয়মে আসছে বদল! খেলতে হবে এই নতুন নিয়মে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) সদ্য সমাপ্ত হয়েছে। এবারের এই ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া (Team India) সবচেয়ে ফেভারিট দল হিসাবে ট্রফির দাবিদার থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে হারিয়ে ষষ্ঠ বারের জন্য চ্যাম্পিয়ন হয়। টিম ইন্ডিয়া এবং ভারতের ১৪০ কোটি মানুষ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন নিমেষে ধুলোয় মিশে যায়। তবে এই স্বপ্নভঙ্গ হওয়ার পাশাপাশি টিম ইন্ডিয়া এবং অন্যান্য দেশগুলি এখন আগামী বিশ্বকাপের জন্য চিন্তাভাবনা শুরু করে দিল।

২০২৩ সালের পর পরবর্তী এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ রয়েছে ২০২৭ সালে। তবে সেই বছর আর এই বছরের মতো নিয়মে খেলা হবে না। ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলা হবে নতুন নিয়মে। ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে আফ্রিকা মহাদেশ। যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া আয়োজন করবে। অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত ২০২৭ সালের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ পা রাখবে ১৪ নম্বর ক্রিকেট বিশ্বকাপে।

২০২৭ সালের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সুযোগ পেয়ে যাবে এমনিতেই। বাকি আটটি দেশ সুযোগ পাবে আইসিসিআই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। অন্যদিকে চারটি দেশ সুযোগ পাবে গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্টের বিচারে। তবে নামিবিয়া টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও তারা সরাসরি হয়তো সুযোগ পাবে না অংশগ্রহণের জন্য। কেননা তারা এখনো পর্যন্ত আইসিসির পূর্ণ সদস্যপদ পায় নি। এক্ষেত্রে তাদের কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেই যোগ্যতা অর্জন করতে হতে পারে।

২০২৭ সালে যে ফরম্যাটে ক্রিকেট বিশ্বকাপ খেলা হবে সেই ফরম্যাট ২০২৩ সালের থেকে সম্পূর্ণ আলাদা। এবার ক্রিকেট বিশ্বকাপ হবে অনেকটা ২০০৩ সালের ফরম্যাটের মতো। মোট ১৪ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে অর্থাৎ এক একটি গ্রুপে থাকবে ৭টি করে দল। গ্ৰুদের খেলায় প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকতে পরের রাউন্ডে প্রবেশের জন্য যোগ্য দল হিসাবে বেছে নেওয়া হবে। সেই ৬ টি দল মিলে হবে সুপার সিক্স।

সুপার সিক্সের খেলার পর সেখান থেকে চারটি দল যোগ্য দল হিসাবে প্রবেশ করবে সেমিফাইনালে। সেখান থেকে দুটি দল যোগ্যতা অর্জন করবে উঠবে ফাইনালে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল অন্ততপক্ষে একে অপরের সঙ্গে একবার খেলার সুযোগ পাবে। এছাড়াও এখানে আরও একটি নতুন নিয়ম যোগ হতে চলেছে আর সেই নতুন নিয়মটি হলো পয়েন্ট ক্যারিফরওয়ার্ড। এর আগে পয়েন্ট ক্যারিফরওয়ার্ড হয়েছিল ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে।