নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার দামামা অনেক আগেই বেজে গিয়েছে। এখন কেবলমাত্র পরীক্ষার জন্য সময়ের অপেক্ষা। হাতেগোনা কয়েকদিন পরেই শুরু হতে চলেছে পরীক্ষা। আর এবার এই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে জেলা থেকে শুরু করে রাজ্যস্তরে চালু হলো নতুন হেল্পলাইন (Madhyamik Exam 2024 Helpline)।
ছাত্রজীবনের সবচেয়ে বড় পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা কোন সমস্যায় না পড়েন তার জন্য পর্ষদের তরফ থেকে এমন হেল্পলাইন বা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার দিন কয়েক আগেই অর্থাৎ ২৬ জানুয়ারি থেকে এই কন্ট্রোল রুম চালু হয়ে গেল। এদিন বেলা ১১ টার সময় নতুন এই কন্ট্রোল রুম চালু করা হয় এবং তা ২৪ ঘন্টায় পরিষেবা দেবে।
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। ২ ফেব্রুয়ারি রয়েছে প্রথম ভাষার পরীক্ষা। ৩ ফেব্রুয়ারি রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি ইতিহাস। ৬ ফেব্রুয়ারি রয়েছে ভূগোল পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি গণিত পরীক্ষা। ৯ ফেব্রুয়ারি রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা। ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি অ্যাডিশনাল পরীক্ষা।
আরও পড়ুন ? Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার ৫ নিয়মে বদল! পরীক্ষায় বসার আগে জেনে নেওয়া দরকার
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে ফোন করে মাধ্যমিক পরীক্ষার আগেও যেমন সাহায্য পাওয়া যাবে ঠিক সেই রকমই আবার পরীক্ষা চলাকালীনও ফোন করে নানান সমস্যার সমাধান পাওয়া যাবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে উত্তরবঙ্গের জন্য আলাদা করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তার নম্বর হলো 9147135748। এই নম্বরটিতে ফোন করে সমস্ত রকম সহযোগিতা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
পর্ষদের তরফ থেকে অন্যান্য যেসব কন্ট্রোল রুম খোলা হয়েছে সেগুলির নম্বর হলো 033-2359-2277, 033- 2321-3844। এছাড়াও মেদিনীপুরের জন্য যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার নম্বর হলো 9147135752, বর্ধমানের জন্য যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার নম্বর 9147135747। এই সকল নম্বরগুলি নিজেদের মোবাইলে সেভ করে রাখুন যাতে কোন রকম কোথাও সমস্যায় পড়তে না হয়। আপনার বাড়িতে কোন মাধ্যমিক পরীক্ষার্থী না থাকলেও পাশের বা প্রতিবেশী কোন পরীক্ষার্থীর জন্যও আপনি এইসব নম্বর সেভ করে রাখতে পারেন।