পুজো দেখার নতুন প্যাকেজ আনল রাজ্য, কোথায়, কিভাবে বুকিং? জানুন ৬ আপডেট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Pujo) আসতে তার মাত্র এক মাস সময় রয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুজোকে ঘিরে সাজো সাজো রব তৈরি হয়েছে পুজো মণ্ডপগুলিতে, বাড়িতে বাড়িতে চলছে শপিংয়ের তৎপরতা। অন্যদিকে এমন পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তর পুজো দেখা অর্থাৎ পুজো পরিক্রমার জন্য নতুন প্যাকেজ নিয়ে এলো।

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে প্রতিবছর এই ধরনের পুজো পরিক্রমার আয়োজন করা হয়ে থাকে। তবে এই বছর পূজো পরিক্রমার বিষয়ে আগাম ঘোষণা করা হয়েছে এবং মহালয়ার আগে থেকেই পুজো মন্ডপ ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে যে প্যাকেজ আনা হয়েছে সেই প্যাকেজ কোথায়, কিভাবে পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

১) মহালয়ার আগে থেকেই যাতে বাসিন্দারা বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখতে পারেন বা ঘুরে দেখার সুযোগ পান তার জন্য ১২ থেকে ১৫ অক্টোবর নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

২) পুজো পরিক্রমার জন্য যে বাসটি ব্যবহার করা হবে সেটি শীততাপ নিয়ন্ত্রিত বাস এবং যথেষ্ট বিলাসবহুল। যে কারণে যারা পুজো পরিক্রমায় যাবেন তাদের কোনো রকম অসুবিধা হবে না বলে দাবি করা হচ্ছে পরিবহন দপ্তরের তরফ থেকে।

৩) রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে মূলত সেই সকল মানুষদের জন্য যারা ভিড় ঠেলে পুজো দেখতে পারেন না। এক্ষেত্রে বয়স্ক মানুষ এবং বিদেশি পর্যটকদের কথা বিশেষভাবে চিন্তা করা হয়েছে।

৪) কলকাতার মোট ২৪টি পূজা মন্ডপ ঘুরিয়ে দেখানো হবে এই পুজো পরিক্রমা প্যাকেজে। এই ২৪টি পুজো মণ্ডপের মধ্যে আবার দুটি রয়েছে বনেদি বাড়ির পুজো।

৫) এই প্যাকেজটির পাশাপাশি আরও বেশ কয়েকটি প্যাকেজ রাখা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে। সেই সকল প্যাকেজের মাধ্যমে শহর এবং শহরতলীর পুজো পরিক্রমা করিয়ে দেখানো হবে। এছাড়াও জলপথে পুজো পরিক্রমার বন্দোবস্ত করা হয়েছে। কামারপুকুর, জয়রামবাটির মত বনেদি বাড়ির দুর্গা পুজোগুলি ঘুরিয়ে দেখানো হবে।

৬) এসপ্ল্যানেড বাস ও ট্রাম টার্মিনাস, যাদবপুর, গড়িয়া ৬ নম্বর, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, শ্য়ামবাজার ট্রাম ডিপো, হাবড়া বাস ডিপো থেকে রাজ্য পরিবহন দপ্তরের এই সকল প্যাকেজ বুকিং করতে পারবেন ইচ্ছুক বাসিন্দারা।