Rachana Banerjee’s Married Life: গোপনে প্রেম, কতবার বিয়ে করেছেন দিদি নং ১ এর রচনা দিদি!

নিজস্ব প্রতিবেদন : রবিবার ব্রিগেড থেকে তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে সবচেয়ে যিনি ট্রেন্ডিংয়ে এসেছেন তিনি হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী এমনিতেই এখনও যেন ২০-র যুবতী। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। আর এসবের মধ্যেই উঠে আসছে তার ব্যক্তিগত জীবন, তার বৈবাহিক জীবন (Rachana Banerjee’s Married Life)।

আরও পড়ুন 👉 Income of Rachana Banerjee: দিদি নং ১ এর মঞ্চ কাঁপিয়ে এবার হুগলি, জানেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জীর ইনকাম

রচনা ব্যানার্জি ১৯৯৩ সালে বাংলা সিনেমা ‘দান প্রতিদান’ এর হাত ধরে সিনে জগতে পা রাখেন। তবে তিনি কেবলমাত্র বাংলা সিনেমার গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকেননি। তাকে অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গেও। টলি ও বলির পাশাপাশি তামিল, তেলেগু, কানাড়া, ওড়িয়া সিনেমাতেও কাজ করেছেন। শোনা যায়, ওড়িয়া সিনেমাতে কাজ করার সময়ই নাকি তিনি এক পড়িয়া হিরোর প্রেমে পড়ে ছিলেন। তবে এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি দুজনকে।

ওড়িয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে রচনা ব্যানার্জি সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে তাদের জুটিই ছিল এক নম্বর। ওড়িয়া সিনেমা ছাড়াও বাংলা সিনেমাতেও এই জুটি দেখা গিয়েছে। তাদের এই জুটির পরিপ্রেক্ষিতেই শোনা যায়, তারা নাকি দুজন বিয়ে করেছিলেন। তবে রচনা ব্যানার্জি বাঙালি হওয়ার কারণে সিদ্ধান্তের পরিবার তাকে মেনে নেননি। যদিও এই বিষয়টি নিয়ে কখনোই তারা দুজন কোন কথা বলেননি।

তবে তারা যে দুজনে আলাদা হয়ে যান সেই তথ্য উইকিপিডিয়াতে জ্বলজ্বল করছে। যেখানে উল্লেখ রয়েছে, ২০০৪ সালে তাদের ডিভোর্স হয়। এরপর ২০০৭ সালে রচনা ব্যানার্জীর সঙ্গে বিয়ে হয় প্রবাল বসুর। তাদের দুজনের এক সন্তানও রয়েছেন। তবে রচনা ব্যানার্জীর এই সংসারও সুখের হয়নি। এরই পরিপ্রেক্ষিতে তারা ২০১৬ সালে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

২০১৬ সাল থেকে রচনা ব্যানার্জি তার স্বামী প্রবাল বসুর থেকে আলাদা হয়ে গেলেও তারা অবশ্য ডিভোর্স নেননি। এই বিষয়ে রচনা ব্যানার্জি একবার জানিয়েছিলেন, ছেলের মুখ তাকিয়েই তিনি প্রবাল বসুর থেকে ডিভোর্স নেন নি। এমনকি ছেলের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্ৰবাল বসুও ডিভোর্স না নেওয়ার বিষয়টিতে সম্মতি দিয়েছিলেন।