Poor state: জানেন দেশের সবচেয়ে গরিব রাজ্য কোনটি, কোন রাজ্য সবচেয়ে বড়লোক!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দারিদ্র দূরীকরণ নিয়ে ভারতের প্রচেষ্টাকে সম্প্রতি প্রশংসায় ভরিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের দাবি অনুযায়ী, ২০০৫-০৬ থেকে ২০১৯-২১ সময়ের মধ্যে ভারতে দরিদ্র মানুষের সংখ্যা কমেছে সাড়ে ৪১ কোটি। ভারতের মানুষের এমন অর্থনৈতিক উন্নতিকে ঐতিহাসিক পরিবর্তন বলেই দাবি করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে।

দেশের সাধারণ মানুষদের অবস্থার এমন পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি রাজ্যেরই ভূমিকা উল্লেখযোগ্য। তবে এখনো বেশ কিছু রাজ্য দারিদ্র দূরীকরণে সেই ভাবে পদক্ষেপ গ্রহণ করতে অসফল থাকার কারণে তারা পিছিয়ে পড়েছে। যেখানে গরিব বড়লোকের প্রসঙ্গ আসে সেই পরিপ্রেক্ষিতে চলুন দেখে দেওয়া যাক বর্তমানে ভারতের কোন রাজ্য সবচেয়ে গরিব রাজ্য (Poor state) এবং কোন রাজ্যটি বড়লোক?

দারিদ্র দূরীকরণে কোন রাজ্য এগিয়ে রয়েছে এবং কোন রাজ্য পিছিয়ে, কোন রাজ্যে কত সংখ্যক গরিব মানুষের বসবাস, কোন রাজ্যে কত সংখ্যক ধনী মানুষের বসবাস সেই পরিসংখ্যান পাওয়া যায় MPI সমীক্ষার মাধ্যমে। এই সমীক্ষায় যে সকল রাজ্যের নাম উঠে এসেছে তা জানলে আপনিও অবাক হবেন। কেননা যে সকল রাজ্যের নাম উঠে এসেছে সেই সকল রাজ্য এইভাবেই তালিকায় জায়গা পেতে পারে তা আপনিও ভেবে উঠতে পারবেন না।

আরও পড়ুন ? WB Govt Scheme: আইবুড়ো মেয়েদের ২৫ হাজার টাকা দিচ্ছে রাজ্য, আবেদন পদ্ধতিও খুব সহজ

সমীক্ষা থেকে জানা যাচ্ছে, দারিদ্র দূরীকরণে সবচেয়ে অসফল রাজ্য হল বিহার। স্বাভাবিকভাবেই বিহারে সবচেয়ে বেশি গরিব মানুষের বসবাস। এই রাজ্যের ৫১.৯ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন। অর্থাৎ বিহার হল দেশের মধ্যে সবচেয়ে গরিব রাজ্য। দেশের দ্বিতীয় সবচেয়ে গরিব রাজ্য হিসেবে জায়গা করে নিয়েছে ঝাড়খন্ড। যদিও বিহারের থেকে ভালো অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গের পড়শী রাজ্য ঝাড়খন্ড। এই তালিকায় আবার তৃতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ, চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং পঞ্চম স্থানে রয়েছে মেঘালয়।

অন্যদিকে ধনী রাজ্য অর্থাৎ গরিবের সংখ্যা সবচেয়ে কম কেরলে। যেখানে মোট জনসংখ্যার মাত্র ০.৭১ শতাংশ মানুষ গরিব। এরপরই গোয়া, যেখানে মাত্র ৩.৭৬ শতাংশ মানুষ গরিব। সিকিমের বাসিন্দাদেরও আর্থিক অবস্থা বেশ ভালো। সিকিমে মাত্র ৩.৮২ শতাংশ মানুষ গরিব রয়েছেন। অন্যদিকে তামিলনাড়ুতে গরিবের সংখ্যা মাত্র ৪.৮৯ শতাংশ এবং পাঞ্জাবে গরিবের সংখ্যা ৫.৫৯ শতাংশ।