Price of Train’s Wheel: ট্রেনে তো চড়েন, কিন্তু জানেন ট্রেনের এক একটি চাকার দাম কত!

নিজস্ব প্রতিবেদন : ভারতের হেন কোন মানুষ নেই যারা ট্রেনে (Train) সফর করে থাকেন না। দূর দূরান্তে ভ্রমণ থেকে শুরু করে কাজের জায়গায় পৌঁছানো, চিকিৎসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সব ক্ষেত্রেই অধিকাংশ মানুষকে ট্রেনের উপর নির্ভর হতে দেখা যায়। আর এই নির্ভরশীলতার কারণে আজ ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে ভারতীয়দের কাছে গণপরিবহনের লাইফ লাইন।

ট্রেনের উপর এমন বিপুল সংখ্যক যাত্রীদের নির্ভরশীলতার পিছনে সবচেয়ে যে বড় কারণটি রয়েছে তা হল কম খরচ। যেখানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে অন্যান্য মাধ্যমে হাজার হাজার টাকা খরচা হয়, সেই জায়গায় ট্রেনে সফর করলে কয়েকশো টাকাতেই সফর করা যেতে পারে। এছাড়াও রয়েছে স্বাচ্ছন্দ। কেননা ট্রেনে যাত্রীরা অনেক আরাম করে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতে পারেন। এছাড়াও ট্রেনে সফরের ক্ষেত্রে আরও বিভিন্ন সুবিধা পাওয়া যায় যা অন্যান্য যানবাহনের ক্ষেত্রে পাওয়া যায় না।

প্রতিদিন ভারতের প্রায় ১২ হাজার লোকাল, এক্সপ্রেস, মেল, সুপারফাস্ট ট্রেন লক্ষ লক্ষ যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক এই যাত্রীদের সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়ার একটি ট্রেনকে কিভাবে তৈরি করা হয় তা অনেকেই জানেন না। এত এত মানুষকে একবারে বহন করা এক একটি ট্রেনের উপর কত চাপ পড়ে তাও অনেকের জানা নেই। তবে সেই সমস্ত চাপকে সহ্য করেই গড়িয়ে চলে ট্রেনের এক একটি চাকা।

আরও পড়ুন 👉 Train Wheels: কীভাবে তৈরি হয় টন টন ওজনের ট্রেনের চাকা, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে

ট্রেনের চাকার কারণেই আমরা ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা গড়িয়ে যেতে পারি। তবে কখনো কি ভেবে দেখেছি, ট্রেনের এই সকল চাকার এক একটি ওজন কত হতে পারে? পাশাপাশি আমরা কি কখনো ভেবে দেখেছি, ট্রেনের এই সকল এক একটি চাকার দামই বা কত হতে পারে? এই সকল বিষয়ই আমরা কখনো ভেবে দেখিনি অথবা ভেবে দেখার সময় পাইনি। তবে এর উত্তর জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

ট্রেনের এক একটি কামরায় মোট আটটি চাকা লাগানো থাকে। ভারতীয় রেলের তরফ থেকে দীর্ঘদিন ধরেই বিদেশ থেকে ট্রেনের চাকা আমদানি করা হয়ে আসছে। যদিও ইদানিংকালে ভারতীয় রেল নিজেই ট্রেনে চাকা তৈরি করছে। ২০২২ সাল থেকে ভারতে ট্রেনের চাকা তৈরি করার কাজ শুরু হয়। অন্যদিকে ট্রেনের চাকার ওজন এবং ট্রেনের চাকার দাম সম্পর্কে রেলের এক আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে এক একটি চাকার দাম ছিল প্রায় ৭০ হাজার টাকা। ট্রেনের এই সকল চাকার এক একটি ওজন প্রায় ৪০০ কেজি। ভারতীয় রেলে যে সকল চাকা ব্যবহার করা হয় সেগুলি মূলত স্টিলের তৈরি।