Patanjali Solar Panel: বিদ্যুৎ খরচের চিন্তা শেষ! এবার পতঞ্জলি সোলার প্যানেলে ১ টাকায় মিলবে ১ ইউনিট বিদ্যুৎ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিদ্যুৎ বিলের পিছনে দেশের প্রতিটি নাগরিককেই প্রতিমাসে বিপুল টাকা খরচ করতে হয়। কেননা বিদ্যুৎ ছাড়া এখন আমাদের একদণ্ড চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সামান্য বাড়ির আলো থেকে শুরু করে ফ্যান, এসি, ফ্রিজ ইত্যাদি সবকিছুর জন্যই প্রয়োজন হয় বিদ্যুৎ। আর এসব ছাড়া আমরা একদন্ড চলতে পারি না। তবে এবার বিদ্যুৎ খরচের পিছনে শত শত হাজার হাজার টাকা খরচ থেকে রক্ষা করতে পতঞ্জলি নিয়ে এলো সোলার প্যানেল (Patanjali Solar Panel)।

পতঞ্জলি সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই বাজারে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে নানান ধরনের খাবার দাবার আনা হয়েছে। সেই সকল খাবার দাবার ও প্রসাধনী জিনিসপত্রের চাহিদা খুব কম নয়। বহু মানুষ রয়েছেন যারা পতঞ্জলির বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করেন এবং ব্যবহার করে ভালো সুবিধা পাচ্ছেন। এসবের মধ্যেই পতঞ্জলির যে সোলার প্যানেল আনা হয়েছে তাতে ১ ইউনিট বিদ্যুতের পিছনে ১ টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।

এখন দেখে নেওয়া যাক, পতঞ্জলির সোলার প্যানেল বাড়িতে ইন্সটল করতে কত খরচ পড়বে? সংস্থার তরফ থেকে যা দাবি করা হয়েছে তাতে, অন্যান্য সোলার সিস্টেমের তুলনায় তাদের সোলার সিস্টেমে যেমন সস্তায় ঠিক সেইরকমই অনেক সুবিধা প্রদান করতে সক্ষম। এছাড়াও তাদের সোলার সিস্টেম অনেক বেশি টেকসই বলেও দাবি করা হচ্ছে। ফলে সোলার সিস্টেমের জন্য কিছু খরচ বহন করতে হলেও তা বিদ্যুৎ খরচ অনেক কমিয়ে দেবে।

আরও পড়ুন 👉 Pradhanmantri Suryodaya Yojana: বিদ্যুৎ বিলের চিন্তার দিন শেষ! এবার নতুন প্রকল্প লঞ্চ করল কেন্দ্র, মিলবে বড় স্বস্তি

সোলার সিস্টেম ইনস্টল করার জন্য দুই ধরনের ইনভার্টার ব্যবহার করা যেতে পারে। অন্যান্য সোলার সিস্টেম ইনস্টল করার মতোই পতঞ্জলির সোলার সিস্টেম ইনস্টল করার সময় সেটিকে ইনভার্টারের সঙ্গে কানেক্ট করা থেকে শুরু করে এসি, ডিসি, আর্থিং সব ব্যবস্থা রাখতে হয়। আর এই সমস্ত ব্যবস্থার জন্য যারা এই সকল সোলার সিস্টেম ইন্সটল করবেন তাদের আলাদা করে খরচ বহন করতে হবে।

পতঞ্জলি এক কিলোওয়াট সোলার সিস্টেম বা প্যানেল ইনস্টল করার জন্য গ্রাহকদের খরচ হতে পারে ৫৭ হাজার টাকা থেকে ৮৭ হাজার টাকা পর্যন্ত। এক কিলো ওয়াট সোলার প্যানেল ইনস্টল করলে ৭০০ ওয়াট পর্যন্ত লোড টানা যায়। এক্ষেত্রে যদি কারো বাজেট কম হয় তাহলে তারা পতঞ্জলির ১০০ অ্যাম্পায়ারের ব্যাটারি কিনেও চালাতে পারেন। এর জন্য খরচ হবে ১০০০০ টাকা। অন্যদিকে ১৫০ অ্যাম্পায়ারের ব্যাটারি লাগানো হলে খরচ হবে ১৫০০০ টাকা। এছাড়াও ভালো ব্যাকআপের জন্য আরও বেশি অ্যাম্পায়ারের ব্যাটারিও লাগানো যেতে পারে।