বিশ্বকাপ জিতলেই ফুলেফেঁপে উঠবে টিম ইন্ডিয়া লক্ষ্মীর ভান্ডার! টাকার অঙ্ক ভাবতেও পারবেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের ৫ তারিখ থেকে শুরু হয়েছিল এবারের ক্রিকেট বিশ্বকাপ (World Cup 2023)। দেখতে দেখতে এই টুর্নামেন্ট এখন শেষের দিকে। গ্রুপ ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনালের পর এখন ফাইনালের পালা। চলতি বছরের ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ফাইনাল ম্যাচ। যে রাতে এবারের ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী দলের লক্ষ্মীর ভান্ডার ফুলেফেঁপে উঠবে। ফাইনালে টিম ইন্ডিয়া জয় লাভ করলে তাদেরও লক্ষ্মীর ভান্ডার ফুলেফেঁপে উঠবে এটাই স্বাভাবিক।

Advertisements

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ দল ছাড়াও বাকি যে সকল দল গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছে তাদেরও লাভ কম কিছু হয়নি। পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান, নেদারল্যান্ডস প্রতিটি দল গ্রুপ লীগ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছে ১ লক্ষ মার্কিন ডলার। এছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলও পেয়েছে পুরস্কার। প্রতিটি ম্যাচে জয়ী দলকে দেওয়া হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার।

Advertisements

অন্যদিকে আবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দুটি দলের লক্ষ্মীর ভান্ডারও বেশ ফুলেফেঁপে উঠেছে এবারের ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপ থেকে। কেননা তারা গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়লাভের পরিপ্রেক্ষিতে পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার এবং সেমিফাইনালে উঠে বিদায় নেওয়ার জন্য পেয়েছে ৮ লক্ষ মার্কিন ডলার। এখানেই স্পষ্ট, সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এই দুটি দলের রোজগার কিন্তু বেশ নজরকাড়া ছিল এবারের ক্রিকেট বিশ্বকাপ থেকে।

Advertisements

এবছরের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য হলো ১০ মিলিয়ন মার্কিন ডলার। অবাক হবেন জেনে যে, ২০১৯ সালের বিশ্বকাপের প্রাইজ মানির সঙ্গে এবারের প্রাইজ মানির কোনও পার্থক্য রাখা হয়নি। যে দল বিশ্বকাপ জয় করবে তারা পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার এবং ফাইনালে রানার্স-আপ দলের ঝুলিতে আসবে ২০ লক্ষ মার্কিন ডলার। এখানেই স্পষ্ট যে যদি টিম ইন্ডিয়া ফাইনালে জয়লাভ করতে পারে তাহলে তারা পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার। আর যদি ফাইনালে জয়লাভ করতে নাও পারে তাহলে পাবে ২০ লক্ষ মার্কিন ডলার।

এবারের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেই পারফরম্যান্স দেখা গিয়েছিল একমাত্র ২০০৩ সালে অস্ট্রেলিয়ার। যে বছর অস্ট্রেলিয়াও কোন ম্যাচ না পেরে ফাইনালে উঠেছিল এবং তারাই বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিল। বিশেষজ্ঞ মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই বছরেও ভারতীয় ক্রিকেট দল যেভাবে পারফরম্যান্স দেখাচ্ছে তাতে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে।

Advertisements