CEIR: এক ক্লিকে ব্লক হয়ে যাবে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া স্মার্টফোন, ব্যবহার করতে পারবেন না অন্য কেউ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন। তবে এই স্মার্টফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি সেই সকল ফোনের চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়ার মত ঘটনাও অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে স্মার্টফোন হারিয়ে গেলে অথবা চুরি গেলে যেন কেউ তার অপব্যবহার করতে না পারেন, তার জন্য চালু হয়েছে CEIR নামে একটি ওয়েবসাইট। যেখানে এক ক্লিকেই স্মার্টফোন ব্লক করে দেওয়া যাবে।

Advertisements

যে ওয়েবসাইটির কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটটি কেন্দ্র সরকারের টেলিকম বিভাগের তরফ থেকে চালু করা হয়েছে। স্মার্টফোন চুরি অথবা হারিয়ে যাওয়ার মত ঘটনা ঘটলে যাতে তার কোন অপব্যবহার না হয় তার জন্য থানায় পৌঁছানোর আগেই ছোট্ট এই কাজটি করার পরামর্শ দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। শনিবার এই বিষয়েই সাংবাদিক বৈঠক করে জানান বোলপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়।

Advertisements

এদিন ইলামবাজার থানার তরফ থেকে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ২০টি স্মার্টফোন ফিরিয়ে দেওয়া হয় আসল মালিকদের হাতে। আর এরই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের সচেতন করতে কেন্দ্র সরকারের ওয়েবসাইটে তড়িঘড়ি নিজেদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ব্লক করার পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এর ফলে ফোনের অপব্যবহার বন্ধ করা সম্ভব হবে বলেও জানানো হয়।

Advertisements

আরও পড়ুন : WB Govt: পাকা দিন জানিয়ে দিল সরকার, সেপ্টেম্বর মাসের এত তারিখে পড়ুয়ারা পাবে ট্যাব কেনার ১০ হাজার টাকা

CEIR ওয়েবসাইটের মাধ্যমে হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া স্মার্টফোন ব্লক করার জন্য প্রথমেই https://www.ceir.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। ওই ওয়েবসাইটের হোমপেজে
Block Stolen/Lost Mobile নামে একটি ক্যাটাগরি দেখতে পাওয়া যাবে এবং সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর একটি ফর্ম সামনে আসবে এবং সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।

যে ফর্মটি সামনে আসবে তাতে মোবাইল নম্বর সহ হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া স্মার্টফোনের আইএমইআই নম্বর দিতে হবে। এর পাশাপাশি ফোনের মডেল সহ ফোন কেনার ইন ভয়েস আপলোড করতে হবে। বাকি যে সকল প্রয়োজনীয় তথ্য রয়েছে সেগুলিকে সঠিকভাবে পূরণ করে সাবমিট করে দিতে হবে। এই ব্যবস্থায় সহজেই নিজেদের চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া স্মার্টফোন ব্লক করে দেওয়া যাবে, আর তা ব্লক করলে অন্য কেউ ব্যবহার করতে পারবেন না।

Advertisements