নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি বেশকিছু উপভোক্তাদের কাছে মেসেজ আসছে যে তাদের রেশন কার্ডের ই-কেওয়াইসি (Ration Card EKYC) নেই। ই-কেওয়াইসি না থাকলে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যেতে পারে, এমনকি রেশন কার্ড (Ration Card) বাতিল হয়ে যেতে পারে। আর এই মেসেজ পেয়েই অনেকে চিন্তায় পড়েছেন। তবে চিন্তা করার কোন দরকার নেই, কেননা বাড়িতে বসেই অনলাইনে সেরে ফেলা যাবে ওই ছোট্ট কাজটি (Ration Card EKYC Online)।
রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। করোনাকালে এই রেশন কার্ড থাকার কারণেই দেশের কোটি কোটি মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন। যদিও এখনো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের বাসিন্দারা যাদের রেশন কার্ডের ই-কেওয়াইসি করা নেই অথবা এই সংক্রান্ত মেসেজ এসেছে তাদের অবিলম্বে ই-কেওয়াইসির কাজটি সেরে ফেলতে হবে। তবে এর জন্য কোথাও হন্তদন্ত হয়ে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। উপভোক্তারা চাইলে বিনামূল্যেই বাড়িতে বসে নিজেদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ই-কেওয়াইসির কাজটি সেরে নিতে পারবেন।
আরও পড়ুন ? Ration Shop: শুধু চাল, গম নয়! রেশন কার্ড থাকলেই মিলবে দুধ, ঘি! বড় পরিকল্পনা কেন্দ্রের
ছোট্ট এই কাজটি করার জন্য উপভোক্তাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ এ লগইন করতে হবে অথবা সরাসরি ই-কেওয়াইসির লিঙ্ক https://wbpds.wb.gov.in/(S(2l3cenzui3lqagfemurdxjvv))/Ekyc_otp.aspx এ ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই একটি বক্স দেখতে পাওয়া যাবে যেখানে রেশন কার্ড নম্বর দিতে হবে।
রেশন কার্ড নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাবে ওই কার্ডটি কার নামে রয়েছে তা দেখিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি তার ঠিক নিচেই দেওয়া হবে আধার নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্ত করার অপশন। সেখানে টিক দিয়ে আধার নম্বর দেওয়ার জন্য একটি বক্স খুলে যাবে। যেখানে আধার নম্বর দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার মোবাইল নম্বর দিতে হবে। তারপর আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর এবং যে মোবাইল নম্বরটি আপনি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করতে চাইছেন সেই দুটি নম্বরে ওটিপি আসবে। যেগুলি সঠিকভাবে দেওয়ার পর আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্ত হয়ে যাবে। এই সংযুক্তিকরণের মধ্য দিয়েই আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসির কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে।