Asit Kumar Mal Net Worth: সাংসদ হয়েই বেড়েছে রোজগার! বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল কত টাকার মালিক

নিজস্ব প্রতিবেদন : বোলপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অসিত কুমার মাল (Asit Kumar Mal) এবারও বোলপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা। যা থেকেই তার বার্ষিক রোজগার থেকে শুরু করে মোট সম্পত্তির (Asit Kumar Mal Net Worth) পরিমাণ জানা যায়।

তৃণমূলের টিকিটে ২০১৯ সালে প্রথমবার বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ হয়েছিলেন। সাংসদ হওয়ার পরই তার রোজগার কয়েকগুণ বেড়ে গিয়েছে। সাংসদ হওয়ার আগের পাঁচ অর্থবর্ষে তার রোজগার ছিল যথাক্রমে ২ লক্ষ ২ হাজার ৪৪০ টাকা, ২ লক্ষ ২ হাজার ৪৪০ টাকা, ২ লক্ষ ২ হাজার ৪৪০ টাকা, ১ লক্ষ ৮৯ হাজার ২৪০ টাকা এবং ২ লক্ষ ৪৮ হাজার ৮০ টাকা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয় যুক্ত হয়ে পার্লামেন্টে যাওয়ার পর বোলপুরের বিদায় সাংসদের অসিত কুমার মালের পাঁচ অর্থবর্ষে বার্ষিক রোজগার দাঁড়িয়েছে যথাক্রমে ৩ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা। এরপরই লম্বা লম্বা লাফ, ১২ লক্ষ ৪৭ হাজার ৬২০ টাকা, ৯ লক্ষ ৭৪ হাজার ১০৫ টাকা, ১৩ লক্ষ ৮ হাজার ২৮৫ টাকা এবং ১৪ লক্ষ ৭৯ হাজার ৮৬৪ টাকা।

আরও পড়ুন 👉 Satabdi Roy Property Details: স্বামীর থেকে কয়েকগুণ বেশি রোজগেরে, অনুব্রত গড়ের তিনবারের সাংসদ শতাব্দী রায়ের রোজগার কত

এখন যদি অসিত কুমার মালের মোট সম্পত্তির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৪০৫ টাকা। এই সম্পত্তির মধ্যে রয়েছে সোনার অলঙ্কার, মোটর বাইক ও চারচাকা বাহন, বিভিন্ন ব্যাঙ্কে ও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ। এছাড়াও তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ৪৫ হাজার টাকা নগদ ছিল।

অন্যদিকে অসিতকুমার মাল তার স্থাবর সম্পত্তি সম্পর্কে কোন তথ্য হলফনামায় দেননি। তবে তার ৪ লক্ষ ৬৪ হাজার ৪১৭ টাকার গাড়ি কেনার জন্য লোন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদিকে তিনি রামপুরহাট কলেজে পড়াশোনা করতেন বলেই উল্লেখ করেছেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে।