Debangshu Bhattacharya: রাজনীতি নয়, দেবাংশুর রোজগার অন্য পথে! তিনি কত টাকার মালিক! পড়াশুনোই বা কতদূর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার শাসক দল তৃণমূলের যে সকল উঠতি নেতা-নেত্রীরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। যে দেবাংশু ভট্টাচার্য বছরের পর বছর ধরে নিজেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রমাণ করে যাচ্ছেন। পাশাপাশি দেবাংশুর বক্তব্যের জন্য তিনি রাজ্যের যুবসমাজের কাছে বেশ জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক এই দেবাংশুর মোট সম্পত্তির পরিমাণ এবং তার শিক্ষাগত যোগ্যতা (Debangshu Bhattacharya Property details and Education Qualification) কতটুকু।

Advertisements

অবিবাহিত দেবাংশুর ২০২০-২১ অর্থবর্ষে রোজগার ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তার রোজগার ছিল ৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তার রোজগার ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা থেকে তার রোজগার নিয়ে যা জানা যাচ্ছে তাতে তিনি গত তিনটি অর্থবর্ষে প্রায় একই রকম রোজগার করেছেন।

Advertisements

এখন যদি দেবাংশু ভট্টাচার্যের অস্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তার নামে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, পোস্ট অফিস এবং এলআইসিতে রয়েছে সামান্য করে বিনিয়োগ। এছাড়া দেবাংশু ভট্টাচার্যের নামে কোনরকম যানবাহন অথবা সোনাদানা নেই। সমস্ত হিসেব-নিকেশ অনুযায়ী দেবাংশু ভট্টাচার্যের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকা।

Advertisements

আরও পড়ুন ? মাথায় হাত গ্রাহকদের! এবার দুম করে এত শতাংশ বাড়তে পারে হেলথ ইনস্যুরেন্সে প্রিমিয়াম খরচ

অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকা হওয়ার পাশাপাশি দেবাংশু ভট্টাচার্যের কোনরকম স্থাবর সম্পত্তির উল্লেখ নেই হলফনামায়। অর্থাৎ হলফনামা অনুযায়ী দেবাংশু ভট্টাচার্যের কোনরকম বাড়ি ঘর, জমি জায়গা ইত্যাদি কিছুই নেই। এর পাশাপাশি দেবাংশু ভট্টাচার্যের বাজারে কোন ধার নেই। দেবাংশু ভট্টাচার্য যে টাকা এখনো পর্যন্ত রোজগার করেছেন তা এসেছে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসাবে।

এখন যদি দেবাংশু ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতার দিকে রাখা যায় তাহলে তিনি বেশ উচ্চশিক্ষিত এমনটাই উল্লেখ রয়েছে হলফনামায়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তার ডিপ্লোমা রয়েছে। ২০১৭ সালে তিনি এই ডিপ্লোমা পেয়েছিলেন। আর এই দেবাংশু ভট্টাচার্যই এবারের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপক্ষে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements