Dev Property and Education Qualification: হাতঘড়ির দামই সাড়ে ১২ লাখ! রয়েছে কম্পিউটার ডিগ্রি, ভাবুন কত টাকার মালিক দেব

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : টলিউডের যে সকল নায়করা তাদের সিনেমার মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে দেব (Dev)। শুধু সিনেমার নয় পাশাপাশি রাজনৈতিক আঙ্গিনাতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার সংসদ হওয়ার পর এখন তৃতীয়বার সাংসদ হওয়ার দৌড়ে লড়াইয়ে নেমেছেন।

সুপারস্টার অভিনেতা, যুবদের হার্টথ্রব দেবকে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম হলো, তার সম্পত্তি এবং শিক্ষাগত যোগ্যতা (Dev Property and Education Qualification)। এমনিতে এই সকল সেলিব্রেটিদের এই সংক্রান্ত বিষয় জানা অনেক কঠিন হলেও যখন তারা ভোটের ময়দানে নামেন তখন বিষয়টি অনেক সহজ হয়ে যায়।

দেব নির্বাচন কমিশনকে নিজের রোজগার, সম্পত্তি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, তিনি যে হাতঘড়ি পরেন শুধু সেটির দাম ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা। তিনি শেষ পাঁচ বছরে রোজগার করেছেন যথাক্রমে, ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ১৪০ টাকা, ১ কোটি ৯৯ লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা, ২ কোটি ৮৪ লক্ষ ৮২ হাজার ১৩০ টাকা, ২ কোটি ৬৮ লক্ষ ৩৫ হাজার ৯৩০ টাকা এবং ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা।

আরও পড়ুন 👉 Higher Secondary Syllabus: উচ্চমাধ্যমিকের সিলেবাসে যুক্ত হচ্ছে নতুন সাবজেক্ট! বদলে দেবে পড়ুয়াদের চিন্তাভাবনা

দেবের সাড়ে ১২ লক্ষ টাকা দামের হাতঘড়ি থাকার পাশাপাশি অন্যান্য দামি জিনিসপত্র রয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার টাকার। এছাড়াও রয়েছে ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার সোনার অলংকার। রয়েছে ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা দামের গাড়ি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিপুল পরিমাণে বিনিয়োগ এবং এই সমস্ত কিছু মিলিয়ে দেবের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।

এখন যদি তার স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে কলকাতায় এবং একটি রয়েছে নিউ টাউনে। এছাড়া আর কোন স্থাবর সম্পত্তি নেই তার। তবে এই কয়েকটি স্থাবর সম্পত্তির মোট মূল্য হল ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। তার নামে থাকা মোট লোনের পরিমাণ ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা। দেবের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা জানা গিয়েছে তাতে তার কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা রয়েছে।