Dibyendu Adhikari Property Details: কত টাকার মালিক তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু, শিক্ষাগত যোগ্যতাই বা কতদূর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজনৈতিক মহলে আগে থেকেই জানা ছিল শুভেন্দু অধিকারীর মতোই বিজেপিতে যোগ দেবেন তার ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। শুক্রবার অর্জুন সিং-এর বিজেপিতে ঘরওয়াপসির সঙ্গে সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তরফ থেকে নানান কটাক্ষ করা হচ্ছে। দাবি তোলা হচ্ছে, লোভের জন্যই তারা এমনটা করেছেন।

Advertisements

দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে নিয়ে এখন নানান জল্পনা ছড়াচ্ছে। মনে করা হচ্ছে বিজেপি হয়তো তাকে কোন একটি লোকসভা কেন্দ্রের তাদের প্রার্থী হিসেবে টিকিট দিতে পারে। কেননা এখনো পশ্চিমবঙ্গের ২২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে। আর এসবের মধ্যেই আবার অনেকের মধ্যে কৌতুহল, অধিকারী পরিবারের অন্যতম সদস্য শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর কত টাকার সম্পত্তি (Dibyendu Adhikari Property Details) রয়েছে।

Advertisements

২০১৯ সালে তমলুক থেকে যখন তৃণমূলের টিকিটে দিব্যেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময় তার হাতে ৩৩ হাজার ৪৮১ টাকা নগদ ছিল। তার স্ত্রী সুতপা অধিকারী মুখার্জির হাতে ছিল ২৫ হাজার ৯৮০ টাকা নগদ। এছাড়াও ২০১৯ সালের হিসেব অনুযায়ী দিব্যেন্দু অধিকারী এবং সুতপা অধিকারীর নামে বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে সঞ্চিত মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১ কোটি ৪০ লক্ষ ৫৫ হাজার ৪১৩ টাকা এবং ১ কোটি ৪৯ লক্ষ ৪৩ হাজার ৩৭৪ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Arjun Singh’s Property: অজস্র মামলা, উচ্চমাধ্যমিক পাশ, কত টাকার মালিক ব্যারাকপুরের অর্জুন সিং

২০১৯ সালের হিসেব অনুযায়ী দিব্যেন্দু অধিকারী এবং সুতপা অধিকারী মুখার্জির নামে যথাক্রমে ২২ গ্রাম এবং ১৪৩ গ্রাম ওজনের সোনার অলংকার ছিল। সেই সময় এই সকল সোনার অলংকারের আনুমানিক বাজার মূল্য ছিল যথাক্রমে ৪৮০০০ টাকা এবং ৪ লক্ষ ৩০ হাজার ২৯০ টাকা। এছাড়াও দুজনের নামেই নন চাষযোগ্য জমি ছিল। বিপুল পরিমাণ জমিজমা ছিল তাদের নামে। এই সমস্ত সম্পত্তি মিলিয়ে ২০১৯ সালের হিসেব অনুযায়ী দুজনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৪৩ লক্ষ টাকা এবং ৩৬ লক্ষ টাকা।

অন্যদিকে ২০১৯ সালে দিব্যেন্দু অধিকারী এবং সুতপা অধিকারী মুখার্জির নামে যথাক্রমে ৭৩ লক্ষ ৮৩ হাজার ৫৩৬ টাকা এবং ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৫ টাকার লোন ছিল। তবে এই সম্পত্তির হিসেব এখন থেকে পাঁচ বছর আগের। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোন্টাই প্রভাত কুমার কলেজ থেকে কলা বিভাগে স্নাতক।

Advertisements