গান গেয়ে কত টাকার সম্পত্তি করেছেন অদিতি মুন্সি! তার স্বামীর সম্পত্তিই বা কত!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : তিন কয়েক ধরে সংগীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi) এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) সংবাদ শিরোনামে রয়েছেন। অদিতি মুন্সির অসুস্থতা এবং দেবরাজের বাড়িতে সিবিআই হানা দেওয়ার পরিপ্রেক্ষিতেই তারা শিরোনামে আসতে শুরু করেছেন। কেননা এখন দুর্নীতিতে নাম জড়িয়েছে অদিতি মুন্সির স্বামী দেবরাজের। অদিতি মুন্সি যেমন একদিকে সংগীত শিল্পী তেমনই তৃণমূলের বিধায়ক। অন্যদিকে তার স্বামী দেবরাজ চক্রবর্তী বিধান নগরের একজন তৃণমূল কাউন্সিলর। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সম্প্রতি সিবিআই হানা দেওয়ার পর রাজ্যের বাসিন্দাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে কত টাকার সম্পত্তি করেছেন তারা?

সম্পত্তির যে হিসেব নিকেশ পাওয়া গিয়েছে তাতে অদিতি মুন্সির সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট মিলিয়ে তিনটি অ্যাকাউন্ট রয়েছে। যে সকল অ্যাকাউন্টে রয়েছে ২ লক্ষ ২ হাজার ২৭২.৪১ টাকা, ২০ হাজার ৭৭৩.৬৭ টাকা এবং ১ লক্ষ ৬৯ হাজার ৫৪০ টাকা। তার নামে একটি এলআইসি রয়েছে যার ম্যাচিউরিটি অ্যামাউন্ট হলো এক লক্ষ টাকা। পোস্ট অফিসে রয়েছে একটি পলিসি এবং সেটির ম্যাচিউরিটি অ্যামাউন্ট হলো ২ লক্ষ ৫০ হাজার টাকা।

অদিতি মুন্সির নামে দুটি চারচাকা গাড়ি রয়েছে। যে দুটি গাড়ির দাম যথাক্রমে ১৮ লক্ষ ৪৫ হাজার ৪৫৩ টাকা এবং ৩২ লক্ষ ৭৯ হাজার ২২২ টাকা। তার নামে রয়েছে ৩৫০ গ্রাম ওজনের সোনার অলংকার। যার বাজার মূল্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ৭৫ লক্ষ ৯২ হাজার ২৬১.০৮ টাকা। এছাড়াও তার নামে ১২ লক্ষ ৪২ হাজার ২৮ টাকার লোন রয়েছে।

এখন যদি অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির দিকে চোখ রাখা যায় তাহলে বলতে হয়, তার নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যে দুটি অ্যাকাউন্টে থাকা অর্থের পরিমাণ হলো যথাক্রমে ৪৯ হাজার ৭৬৭.৫২ টাকা এবং ৬২ হাজার ৭৬.২২ টাকা। তারও ১৫০ গ্রামের সোনার অলংকার রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ২৩ লক্ষ ৩১ হাজার ৮৪৩.৭৪ টাকা।

অদিতি মুন্সি এবং তার স্বামীর এই সম্পত্তির হিসেব পাওয়া যায় ২০২১ সালে যখন তিনি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে শাসক দল তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের দুজনের এই সম্পত্তির হিসাব সেই সময়কার যখন অদিতি মুন্সি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তার সঙ্গে জমা দিয়েছিলেন হলফনামা। তবে বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ ঠিক কত তা জানা যায় নি।