কৌশিকী অমাবস্যায় কি স্বাভাবিক থাকবে বীরভূমে ট্রেন চলাচল? উত্তর দিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র কয়েকটি দিন আর তারপরেই রয়েছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2023)। এবছর ১৪ সেপ্টেম্বর অর্থাৎ বাংলার ২৭ ভাদ্র পড়েছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা নিয়ে নানান বিশ্বাস প্রচলিত রয়েছে। আর সেই সকল বিশ্বাসের মধ্যে একটি হলো, ক্ষণিকের জন্য খুলে যায় স্বর্গ ও মর্তের দরজা। তন্ত্রসাধনার দিক দিয়ে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম বলেই মনে করা হয়।

Advertisements

কৌশিকী অমাবস্যায় বিভিন্ন জায়গায় পুজো অর্চনার আয়োজন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেখা যায় বীরভূমের তারাপীঠের (Tarapith)। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি পড়শী একাধিক রাজ্য থেকেও লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয় কৌশিকী অমাবস্যায় তারা মায়ের (Tara Maa) মন্দিরে। এই সকল পুণ্যার্থীদের সবচেয়ে বড় অংশ পুণ্যার্থী আসেন ট্রেনে চড়ে।

Advertisements

তবে এই বছর তারাপীঠ স্টেশন (Tarapith Road Station) যে লাইনে রয়েছে সেই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক নেই। গত কয়েকদিন ধরেই রামপুরহাট থেকে চাতরা স্টেশনের মাঝে থার্ড লাইনের কাজ চলার জন্য একের পর এক ট্রেন বাতিল রয়েছে। এমন পরিস্থিতিতে তারাপীঠ মন্দির কমিটি থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং পুণ্যার্থীদের প্রশ্ন, কৌশিকী অমাবস্যার সময় ট্রেন চলাচল স্বাভাবিক হবে তো? সেই উত্তরই এবার দেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

Advertisements

তারাপীঠে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসার অন্যতম মরশুম হিসেবে কৌশিকী অমাবস্যাকে ধরা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে যদি ট্রেন চলাচল স্বাভাবিক না হয় তাহলে পুণ্যার্থীরা সেই ভাবে আসতে পারবেন না। আর তার ফলে তাদের ব্যবসায় ভাটা নামবে এটাই স্বাভাবিক। তবে এই আশঙ্কার মধ্যে রেলের তরফ থেকে সুখবর দিয়ে জানানো হয়েছে, কৌশিকী অমাবস্যার আগেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

প্রায় ২৩ কিলোমিটার রেল লাইনের কাজ চলার কারণে বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। রেল লাইনে এই কাজ চলার কারণে বিভিন্ন রুটের ট্রেন বাতিল থাকায় এমনিতেই একপ্রকার শ্মশানে পরিণত হয়েছে তারাপীঠ মন্দির। তবে কৌশিকী অমাবস্যার আগে এই সমস্যা মিটে যাবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে, এমনকি পরিস্থিতির কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisements