Tata, Reliance has been placed in the list of the best companies in the country: ২০২৩ সালে টাটা ও রিলায়েন্সের জন্য দুর্দান্ত সুখবর। জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ড কনসালটেন্সি ইন্টারব্র্যান্ডের দাবি করেছে যে, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ব্র্যান্ডের তালিকার(Ranking of Indian Companies)শীর্ষে রয়েছে এই দুই কোম্পানি। প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে আছে টিসিএস যা অধিকার করে নিয়েছে প্রথম স্থান এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হলো ভারতের সবথেকে ধনী কোম্পানি যা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই দুই নামিদামি ব্র্যান্ড চলতি বছরে উচ্চতার শিখরে পৌঁছে গেছে। এই দুই কোম্পানির মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস এর ব্র্যান্ড ভ্যালু ১.০৯ লাখ কোটি টাকা, সেই কারণেই বর্তমানে এটি সব থেকে দামি ভারতীয় ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থান পেয়েছে৷
ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান ব্র্যান্ড ভ্যালু হলো ৬৫,৩২০ কোটি টাকা। যা এই তালিকার(Ranking of Indian Companies)২ নম্বর স্থানে রয়েছে৷ সূত্রের মাধ্যমে জানা গেছে যে, রিলায়েন্স গ্রুপের টেলিকম এবং ডিজিটাল ইউনিট জিও ৪৯,০২৭ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে পঞ্চম স্থান দখল করে রয়েছে। ইন্টারব্র্যান্ড বলেছে যে, বিগত ১০ বছর ধরে এই শীর্ষ তালিকা প্রকাশিত হচ্ছে। প্রথম ২০১৪ সালে এই ভারতীয় ব্র্যান্ডের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। এরপর থেকে এটি ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির একটি মানদন্ড নির্ধারণ করতে সাহায্য করে।
চলতি বছরে সংস্করণের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সম্প্রতি এই শীর্ষ তালিকার(Ranking of Indian Companies)মোট মূল্য এসে দাঁড়িয়েছে ৮.৩ লাখ কোটি টাকা। এটি আশ্চর্যজনকভাবে গত দশকে ১৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ জানলে অবাক হবেন যে, বর্তমানে এই তালিকাটির মূল্য ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে৷ ভারতের সবথেকে দামি ব্র্যান্ড হল টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকার(Ranking of Indian Companies)তৃতীয় নম্বরে কোন কোম্পানি স্থান করে নিয়েছে জানেন? ভারতীয় আইটি কোম্পানি ইনফোসিস। বর্তমানে ইনফোসিস-এর ব্র্যান্ড ভ্যালু হলো ৫৩,৩২৩ কোটি টাকা। সূত্রের মাধ্যমে এমনটাই জানা গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, কনসালটেন্সি ইন্টারব্র্যান্ডের তথ্য অনুযায়ী জন্য যায় যে তালিকার শীর্ষ তিনটি ব্র্যান্ড অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনফোসিস এই তিনটি কোম্পানি ব্র্যান্ড ভ্যালু শীর্ষ বাকি দশটি ব্র্যান্ডের মোট দামের ৪৬ শতাংশের সমান। অন্যদিকে, তালিকাতে যে প্রথম পাঁচটি ব্র্যান্ড আছে তারা সামগ্রিক দামের ৪০ শতাংশের মালিক।
এছাড়া এই নামিদামি কোম্পানি তালিকায় চতুর্থ স্থান দখল করেছে এইচডিএফসি এবং পঞ্চম স্থানে রয়েছে জিও। তবে তালিকাতে স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলি হল, এয়ারটেল, লাইফ ইনসুরেন্স কর্পোরেশন (এলআইসি), মাহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং আইসিআইসিআই। ইন্টারব্র্যান্ডের তরফ থেকে মন্তব্য করা হয়েছে যে, চলতি বছরটি যেন সত্যিই একটি ঐতিহাসিক বছর। বাণিজ্য জগতে যেন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। শীর্ষ তালিকার পঞ্চম স্থান অবধি দখল করেছে তিনটি প্রযুক্তি ব্র্যান্ড।