নিজস্ব প্রতিবেদন : গত ২৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video of Kapil Dev) হয়। যে ভিডিওটি ভাইরাল হতে না হতেই দেশজুড়ে শিহরণ ফেলে দেয়। কেনইবা ফেলবেনা! কেননা এই ভিডিওর মূল কেন্দ্রবিন্দু হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। ভিডিওটি শুধু শিহরণ ফেলে এমন নয়, এর পাশাপাশি এই ভিডিও নিয়ে রীতিমতো কৌতুহল তৈরি হতে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করার পাশাপাশি তিনি লিখেছিলেন, “আমার মতোই কেউ কি এই ভিডিয়োটি পেয়েছেন? আশা করি এটি সত্যিই কপিল দেব নন। প্রার্থনা করি কপিল পাজি সুস্থ আছেন।” গৌতম গম্ভীরের তরফ থেকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করা এবং লেখার ফলে আরও সংশয় বেড়ে যায়।
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev ?and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
কেননা ওই ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে, দুজন ব্যক্তি কপিল দেবকে জোর করে একটি ঘরের মধ্যে নিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে, কপিল দেবকে নিয়ে যাওয়ার সময় তার মুখ এবং হাত কাপড় দিয়ে বাঁধা রয়েছে। স্বাভাবিকভাবেই এই ছোট্ট ভিডিও ক্লিপ প্রত্যেকের মধ্যেই প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে, তাহলে কি কপিল দেবকে তুলে নিয়ে গেলেন কেউ বা কারা? তিনি এখন কেমন আছেন?
এই ভিডিও ভাইরাল হওয়ার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পুরো ঘটনার সত্যতা সামনে এসেছে। শুধু সত্যতা সামনে আসেনি, এর পাশাপাশি সামনে এসেছে এই ভিডিওর পরবর্তী অংশ-ও। ভিডিওর পরবর্তী অংশে দেখা গিয়েছে, যে ঘরের মধ্যে কপিল দেবকে বন্দী রাখা হয়েছে সেই ঘর ঘিরে ফেলেছে পুলিশ। আর কপিল দেবকে একটি ঘরের মধ্যে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। পুলিশ বাইরে থেকে মাইকিং করে জিজ্ঞাসা করছেন, ‘কেন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে এইভাবে বেঁধে রাখা হয়েছে?’
.@therealkapildev paaji ko kidnap kyun karna? #DisneyPlusHotstar hai na!
Dekho poora ICC Men's Cricket World Cup bilkul FREE on mobile! Data saver mode ke saath!#ItnaSabFreeKa #WorldCupOnHotstar pic.twitter.com/LcoEcr3Iub
— Disney+ Hotstar (@DisneyPlusHS) September 26, 2023
পুলিশের তরফ থেকে এই প্রশ্ন ছুঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জানলা দিয়ে একজন ব্যক্তি পুলিশকে বলেন, ‘আমাদের গ্যারান্টি দিতে হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলাকালীন কারেন্ট যেন না যায়।’ এদিকে বন্দী বানানো ব্যক্তিদের মধ্যে থেকেই একজন কপিল দেবকে বলে ওঠেন, ‘আমরা আপনার কিছু করব না কারণ আমরা আপনার বড় ফ্যান’। এরপরই পুলিশের তরফ থেকে জানানো হয়, ‘কারেন্ট নিয়ে চিন্তা কীসের? কারণ, ডিজনি প্লাস হটস্টারে আইসিসি বিশ্বকাপ একেবারে ফ্রি।’ এরপর ওই ঘরের ভেতর থাকা একজন বলে ওঠেন, ‘ম্যাচ দেখার জন্য ডেটা প্যাক কে কিনে দেবেন?’ তখন ওই পুলিশ আরও জানান, ‘ডিজনি প্লাস হটস্টারে ডেটা সেভার মোড রয়েছে।’ এরপরেই কপিল দেবকে ছেড়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি শুরুতেই আতঙ্ক ছড়ালেও পরবর্তীতে জানা যায় এটি একটি বিজ্ঞাপন। অনেকে আবার ভেবেছিলেন হয়তো কপিল দেব কোন সিনেমায় অভিনয় করতে চলেছেন ইত্যাদি।