নতুন সংসদ ভবনে ঠিক কী কী রয়েছে! এর সুবিধা-অসুবিধা কী কী

নিজস্ব প্রতিবেদন : নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন নিয়ে এখন রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে মতানৈক্য। বিরোধী রাজনৈতিক দলগুলির অধিকাংশ একজোট হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার ঘোষণা করেছে। অন্যদিকে এই ঘোষণার পর পাল্টা এনডিএ (NDA)-র তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নতুন সংসদ ভবন নিয়ে দেশের মানুষদের মধ্যে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম হলো, পুরাতন সংসদ ভবন পুনর্নির্মাণ না করে কেন ঠিকানা বদলে দেওয়া হল?

ঔপনিবেশকতার শিকল ছিঁড়ে আত্মনির্ভরতার প্রতীক হতে চলেছে নতুন সংসদ ভবন। ৬০ হাজার শ্রমিকের পরিশ্রমে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। ৯৬ বছরের পুরাতন সংসদ ভবনের শিকল ছিঁড়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনীতে ঘাম ঝরানো ওই সকল শ্রমিকদের সম্মান জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

পুরাতন সংসদ ভবনের দিকে তাকালে জানা যায় ১৯২৭ সালে তৈরি হয়েছিল ওই বিল্ডিং। প্রথমে সেটি সংসদ ভবন ছিল না, ছিল কাউন্সিল হাউস। যার উদ্বোধন করেছিলেন ভাইসরয় লর্ড আরউইন। ভারত স্বাধীনতা অর্জনের পর এই কাউন্সিল হাউস পরিণত হয় সংসদ ভবনে। নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কথা এবং সেই ভাবেই হয়েছে এর ডিজাইন। এছাড়াও নতুন সংসদ ভবন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে একাধিক সম্ভাবনাও।

১৯৭৬ সালের পর আর লোকসভার সদস্য সংখ্যা বৃদ্ধি পায়নি। বর্তমানে দেশের লোকসভার সদস্য সংখ্যা ৫৫২। নতুন সংসদ ভবনের সঙ্গে সঙ্গেই বেড়ে যাচ্ছে ভবিষ্যতে লোকসভার সদস্য সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা। কারণ সংবিধান অনুযায়ী ১০ লক্ষ ভোটার পিছু থাকবেন একজন করে লোকসভার সদস্য। সেই হিসাবে ১৯৭৬ সালের তুলনায় বর্তমানে দেশের জনসংখ্যা এবং ভোটার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। হিসেব অনুযায়ী বর্তমানে দেশের ভোটার সংখ্যা ৮৮ কোটি। সেই হিসাবে দেশের লোকসভার সদস্য সংখ্যা হওয়া উচিত ৮৮০। ২০২৬ সালে সাংসদ সংখ্যা বৃদ্ধি করার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে তা বাড়ানো হতে পারে।

পুরাতন সংসদ ভবন পুনর্নির্মাণ না করে নতুন সংসদ ভবন করার ক্ষেত্রে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই সকল পরীক্ষা-নিরীক্ষার পরিপ্রেক্ষিতে সংসদের ক্ষমতা বৃদ্ধি করতে হলে নতুন সংসদ ভবন নির্মাণ করতেই হবে এমনটা জানানো হয়। বর্তমানে যে সংসদ ভবন রয়েছে তার লোকসভায় ৫৫২ জনই বসতে পারবেন আর সেন্ট্রাল হলে বসতে পারবেন ৪৩৬ জন। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখেই নতুন সংসদ ভবন নির্মাণ করা হয়।

নতুন যে সংসদ ভবন নির্মাণ করা হয়েছে তার জন্য খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা। এখানে আসন সংখ্যা ১২২৪। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপর। নতুন সংসদ ভবন সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি এবং আধুনিক পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়েছে। যে কারণে এখানে অসুবিধার সম্মুখীন হতে হবে না কাউকেই।

নতুন সংসদ ভবনের অসুবিধা কোনরকম প্রসঙ্গ এখনো পর্যন্ত সামনে না এলেও পুরাতন সংসদ ভবনের একাধিক অসুবিধা সামনে এসেছিল। যেমন এর ডিজাইন ব্রিটিশ আমলের, বিভিন্ন দিক দিয়ে নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, ভূমিকম্পের ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে সংশয় ছিল, উদ্বেগ ছিল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল পুরাতন সংসদ ভবনে।