Ration Scam: ২০ হাজার কোটি টাকার দুর্নীতি! এর মধ্যে কত জ্যোতিপ্রিয়র আর কত ‘ডাকু’ শঙ্করের

নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি (Ration Scam), সবেতেই একে একে নাম জড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রভাবশালী নেতা থেকে শুরু করে মন্ত্রীদের। এই সকল দুর্নীতির মামলার তদন্তে নেমে এবার বিস্ফোরক সন্দেহ ইডির। ইডির সন্দেহের চোখে যে পরিমাণ টাকার গল্প শোনা যাচ্ছে তা রীতিমত উদ্বেগজনক।

দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া শঙ্কর আঢ্য ওরফে ডাকুকে নিয়ে বড় সন্দেহ ইডি আধিকারিকদের। সন্দেহ, তার ব্যবসার টাকার অংক এক দুই কোটি টাকায় থামেনি। প্রভাবশালীদের হাজার হাজার কোটি টাকা তার সংস্থায় ঢুকেছে। সেই হাজার হাজার কোটি টাকা বিদেশী মুদ্রায় রূপান্তরিত হয়ে পাড়ি দিয়েছে বিদেশে। এমনই কালো টাকার ব্যবসার ফাঁদ পেতে ছিলেন বনগাঁর প্রাক্তন পুর প্রধান শংকর আঢ্য বলে অনুমান করছেন ইডি আধিকারিকরা।

শঙ্কর আঢ্যকে আগামী সোমবার আদালতে তোলা হবে। তবে তার আগে ৫ জানুয়ারি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ফোরেক্স নথি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। অন্যদিকে জানা যাচ্ছে, শঙ্করের বড় গ্রাহক নাকি ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের এমন সম্পর্ক জড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যা তথ্য পাওয়া যাচ্ছে তা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে।

আরও পড়ুন 👉 Arrested TMC leaders: অনুব্রত থেকে জ্যোতিপ্রিয়! তৃণমূলের কোন কোন নেতাকে খেতে হচ্ছে এখন জেলের ভাত! রইল তালিকা

সূত্রের খবর, শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে যে সকল নথি পাওয়া গিয়েছে সেইসব নথিতে নাকি হাজার হাজার কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে। সব সংস্থায় লেনদেন মিলিয়ে টাকার পরিমাণ নাকি ২০ হাজার কোটি টাকা হয়ে যাবে বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। আর এই সকল টাকার মধ্যে আবার অর্ধেক অর্থাৎ ৯ থেকে ১০ হাজার কোটি টাকা নাকি কেবলমাত্র মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

রেশন দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই বিপুল পরিমাণ টাকা শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রায় রূপান্তরিত হয়ে বিদেশে পাড়ি দিয়েছে বলে ধারণা ইডি আধিকারিকদের। এছাড়াও তাদের ধারণা, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আরও অনেক প্রভাবশালীদের টাকা শংকর আঢ্যর সংস্থার হাত ধরে বিদেশে পাড়ি দিয়েছে। এইসব টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশ অথবা দুবাইয়ের মত দেশে।