Vande Bharat Metro: দেশে চালু হতে চলেছে প্রথম বন্দে ভারত মেট্রো, ভাড়া পড়বে নামমাত্র

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশে ইতিমধ্যেই ৫৪ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। আগামী ১৫ সেপ্টেম্বর আরও ১০ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে। ১৫ অক্টোবরের পর আবার ১৬ অক্টোবর দেশে প্রথম চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। দেশের প্রথম বন্দে ভারত মেট্রো কোন রুটে চলবে এবং এর ভাড়া কত পড়বে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

সফলভাবে ট্রায়াল রান শেষ করার পর দেশের প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেনটি চালু হতে চলেছে গুজরাতের ভুজ ও আমেদাবাদ শহরের মধ্যে। দেশের প্রথম বন্দে ভারত মেট্রো পাচ্ছে গুজরাত। ১৬ সেপ্টেম্বর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই ট্রেনের সূচনা করবেন। ট্রেনটি চালু হওয়ার ফলে হাজার হাজার নিত্যযাত্রীরা উপকৃত হবেন।

Advertisements

বন্দে ভারত মেট্রো ট্রেনটি দেশের অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই সপ্তাহে ৬ দিন যাতায়াত করবে। ট্রেনটির রক্ষণাবেক্ষণের জন্য একদিন বন্ধ থাকবে। নিত্যযাত্রীদের সুবিধার জন্য এই ট্রেনের ডিজাইন করা হয়েছে একটু আলাদা ভাবেই। ট্রেনটি চালু হওয়ার পর সপ্তাহের ৬ দিন ভোর ৫:০৫ মিনিটে ভুজ স্টেশন থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে এবং আমেদাবাদ পৌছাবে সকাল ১০:৫০ মিনিটে।

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Express: ৫৪ থেকে বেড়ে ৬৪ জোড়া, কোন কোন রুটে চালু হচ্ছে ১০ জোড়া বন্দে ভারত

ট্রেনটি ফেরার পথে আমেদাবাদ থেকে ভুজের উদ্দেশ্যে রওনা দেবে বিকেল ৫:৩০ মিনিটে এবং ভুজ স্টেশন এসে পৌঁছাবে রাত ১১:১০ মিনিটে। ট্রেনটি প্রান্তিক দুই স্টেশন ছাড়াও যাত্রাপথে আনজার, গান্ধীরাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাদ, ধ্রানগাধ্রা, ভিরামগাম, চান্দোলদিয়া ও সবরমতী মিলিয়ে মোট ৯ টি স্টেশনে স্টপেজ দেবে। প্রত্যেকটি স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য দু’মিনিট করে নির্ধারণ করা হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিয়ে দেশের সাধারণ মানুষদের মধ্যে বিস্তর অভিযোগ থাকলেও বন্দে ভারত মেট্রো ট্রেনের ভাড়া নিয়ে কোন অভিযোগ থাকবে না বলেই আশা করা হচ্ছে। কেননা এই ট্রেনটির সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। মাত্র ৩০ টাকায় সম্পূর্ণ বাতানুকূল এবং অত্যাধুনিক সমস্ত রকম প্রযুক্তিতে ভরা ট্রেনে সফল করতে পারবেন যাত্রীরা।

Advertisements