এসি কোচের নিয়মে বদল! এবার এই জিনিসগুলি ওলটপালট হলেই দিতে হবে জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের এমন এক জায়গায় এসে পৌঁছেছে যে এই পরিষেবা ছাড়া এখন দেশের মানুষ একপ্রকার খোঁড়া। রেল পরিষেবা প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ একটি পরিষেবায় যাত্রীদের স্বাচ্ছন্দ থেকে শুরু করে নিরাপত্তা সব দিককে আরও শক্ত করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়। ঠিক সেই রকমই আবার রেলের সম্পত্তি রক্ষার জন্যও সময়ের পরিপ্রেক্ষিতে নিয়মে নানান বদল আনা হয়।

Advertisements

রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন যে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন, তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য রেল সবদিক দিয়ে খেয়াল রাখার চেষ্টা চালায়। কিন্তু রেলের তরফ থেকে খেয়াল রাখার চেষ্টা চালানো হলেও কিছু যাত্রী রয়েছেন যারা রেলের সম্পত্তির খেয়াল রাখেন না। কিছু কিছু যাত্রী রয়েছেন যারা রেলের সম্পত্তিকে বাপত্তি সম্পত্তি ভেবে বাড়ি নিয়ে চলে যান, আবার কিছু কিছু যাত্রী রয়েছেন যারা দেশের কথা না ভেবে দলের সম্পত্তির ক্ষতি করে থাকেন। এই সকল ক্ষেত্রে এবার রেলের এসি কামরা নিয়ে কঠোর পদক্ষেপ নিল রেল।

Advertisements

রেলের তরফ থেকে এসি কামরায় সফর করা যাত্রীদের সুবিধার জন্য যাওয়া হয়ে থাকে বিছানার চাদর, বালিশ, কম্বল তোয়ালে ইত্যাদি। এই সকল জিনিসপত্র যাত্রীরা ব্যবহার করেন। তবে ব্যবহার করেই শেষ নয়, বহু যাত্রী রয়েছেন যারা এই সকল জিনিসপত্র নিজেদের বাপত্তি সম্পত্তি ভেবে ব্যাগে পুড়ে নিয়ে চলে যান। এমন ঘটনায় রেলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে এবং হচ্ছে। এই পরিস্থিতিতে আগে রেলের তরফ থেকে তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করলেও এখন কড়া ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে জানানো হয়েছে।

Advertisements

এই ধরনের ঘটনায় যদি কোন যাত্রী ধরা পড়েন তাহলে তার সশ্রম কারাদণ্ড থেকে শুরু করে জরিমানা সবকিছুই হতে পারে। রেলের সম্পত্তি সরকারি সম্পত্তি, আর সরকারি সম্পত্তি নষ্ট করা গুরুতর অপরাধ। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে জানানো হয়েছে, রেলের কোন জিনিস চুরি করলে চুরি করা ব্যক্তির পাঁচ বছরের জেল এবং জরিমানা হতে পারে। এই ধরনের যাত্রীদের ক্ষেত্রে রেলের সম্পত্তি আইন 1966 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

রেলের তরফ থেকে জানা যায়, এই ধরনের জিনিসপত্র চুরির ঘটনা সবচেয়ে বেশি ঘটে ছত্তিশগড়ের বিলাসপুর জোনে। ওই জোনের যাত্রীরা রেলের বিছানা, বালিশের পাশাপাশি কেটলি, কল ইত্যাদি বহু কিছু চুরি করে নিয়ে গেছেন। এই চুরির মাত্রা এখনো সেই ভাবে কমানো যায়নি বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রেলের তরফ থেকে প্রতিটি যাত্রীকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তারা যেন এমন কোন ঘটনা আর না ঘটান।

Advertisements