২৪-এ কে হবেন প্রধানমন্ত্রী? মোদি নাকি অন্য কেউ! জিতবে কে? NDA নাকি I.N.D.I.A.!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েক মাস আর তারপরেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024)। লোকসভা নির্বাচন মানেই প্রধানমন্ত্রী বেছে নেওয়ার পালা। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য শুরু হয়ে গিয়েছে শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলির তোড়জোড়। ইতিমধ্যেই NDA কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিরোধী রাজনৈতিক দলগুলি তৈরি করে ফেলেছে I.N.D.I.A. জোট। আর এই নিয়েই এখন আমজনতার মধ্যে কৌতুহল কে জিতবে? NDA নাকি I.N.D.I.A.! কে হবেন ২৪ এর প্রধানমন্ত্রী? মোদি (Narendra Modi) নাকি অন্য কেউ!

Advertisements

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে যেমন শাসক এবং রাজনৈতিক দলগুলি লড়াইয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, ঠিক সেই রকমই তোড়জোড় শুরু করে দিয়েছে বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা। ইতিমধ্যেই তারা আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে বারবার সমীক্ষা চালাচ্ছে। সেইরকমই সম্প্রতি ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের তরফ থেকে একটি সমীক্ষা করা হয় আর সেই সমীক্ষায় উঠে এসেছে ভবিষ্যতের ফলাফলের আভাস।

Advertisements

ইন্ডিয়া টুডে এবং সেই ভোটারের তরফ থেকে সম্প্রতি যে সমীক্ষা চালানো হয়েছে সেই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেতে পারে ৩০৬ টি আসন। যেখানে গত নির্বাচনে তারা পেয়েছিল ৩৩ টি আসন। এক্ষেত্রে তাদের আসন সংখ্যা কমতে পারে ২৭ টি। মোট ৪৩ শতাংশ ভোট যেতে পারে এনডিএ-এর ঝুলিতে। বিজেপি এবার পেতে পারে ২৮৭টি আসন। গত নির্বাচনে তারা পেয়েছিল ৩০৩ টি আসন। বিজেপির আসন সংখ্যা কমতে পারে ১৬টি।

Advertisements

অন্যদিকে শাসকবিরোধী জোট অর্থাৎ I.N.D.I.A. নিয়ে অবিশ্বাস্য ফলাফল উঠে এসেছে সমীক্ষায়। সমীক্ষা থেকে জানা যাচ্ছে, বিরোধী জোট ৪১ শতাংশ ভোট পেতে পারে। এই সমীক্ষা যদি বাস্তব রূপ পায় তাহলে ভোটের সংখ্যার নিরিখে এনডিএ জোটকে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে শতাংশের নিরিখে বিরোধী জোট শাসক জোটের কাছাকাছি থাকলেও তাদের ঝুলিতে আসন আসতে পারে ১৯৩ টি।

অন্যদিকে বিজেপির ভোট ২ শতাংশ বেড়ে ৩৯ শতাংশ হতে পারে। অন্যান্য বছরের তুলনায় এই বছর কংগ্রেসের ভোট বেড়ে হতে পারে ২২ শতাংশ। কংগ্রেস একাই পেতে পারে ৭৪ টি আসন। অন্যদিকে সমীক্ষার যে আভাস পাওয়া যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করবেন এমনটাই উঠে আসছে।

Advertisements