BSNL 5G: Jio, Airtel-কে চাপে ফেলতে এবার 5G আনছে BSNL, জানুন কবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বাজার হলেও, এখানে কেবলমাত্র চারটি টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালাচ্ছে। প্রতিযোগিতার বাজারে এই চারটি টেলিকম সংস্থা নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। যে চারটি টেলিকম সংস্থার কথা বলা হচ্ছে সেগুলি হল Jio, Airtel, Vi এবং BSNL। এই টেলিকম সংস্থার মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হল বিএসএনএল।

Advertisements

অন্যদিকে বিএসএনএল রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা হলেও তারা তাদের অস্তিত্ব টিমটিম করে টিকিয়ে রেখেছে এমনটাই বলা যায়। খুব ভালো অবস্থাও নয় Vi-এর। এই দুই টেলিকম সংস্থা মূলত পিছিয়ে পড়েছে প্রযুক্তির কারণে। Vi এখনো পর্যন্ত 5G পরিষেবা লঞ্চ করতে পারেনি, আবার বিএসএনএল এখনো আটকে রয়েছে 3G পরিষেবাতেই। তবে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL Jio, Airtel-কে চাপে ফেলতে আনতে চলেছে 5G।

Advertisements

জিও এবং এয়ারটেল দেশের বিভিন্ন অংশে 5G পরিষেবা চালু করে দেওয়ার পাশাপাশি তারা এখনো পর্যন্ত এই পরিসেবা দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। স্বাভাবিকভাবেই তাদের বাজার দিন দিন গরম হয়ে চলেছে। তারা দিন দিন অন্যান্য টেলিকম সংস্থা থেকে গ্রাহক কেড়ে নিচ্ছে নিজেদের ঝুলিতে। এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল 5G পরিষেবা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

আরও পড়ুন ? মাথায় হাত Airtel, Jio-র, ৫০ টাকারও কমে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে BSNL

গত বছর অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহক সংখ্যা হারিয়েছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৩০ জন। একইভাবে অধিকাংশ মাসেই বিএসএনএলের গ্রাহক কমছে। এই মুহূর্তে তাদের মোট গ্রাহক সংখ্যা রয়েছে ৯ কোটি ২৮ লক্ষ ৬৯ হাজার ২৮৩। যেখানে অন্যান্য সব টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা কয়েক মিলিয়ন। এমন পরিস্থিতিতে এবার এই টেলিকম সংস্থা ২০২৪ সালে 4G পরিষেবা দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য ফোকাস করবে।

তবে শুধু তারা 4G পরিষেবার মধ্যে আবদ্ধ থাকতে চাইছে না, বরং 5G পরিষেবাও উপহার দিতে চলেছে গ্রাহকদের। তবে সংস্থার 3G পরিষেবা থেকে 4G পরিষেবায় উত্তীর্ণ হতে যেখানে বছরের পর বছর সময় লেগেছে সেই জায়গায়, 5G পরিষেবাতে উত্তীর্ণ হতে সময় লাগবে মাত্র কয়েক মাস। জানা যাচ্ছে, ২০২৫ সালের মধ্যেই বিএসএনএল গ্রাহকদের 5G পরিষেবা উপহার দেবে। অন্যদিকে টেক বিশেষজ্ঞরা মনে করছেন, BSNL 4G অথবা 5G লঞ্চ করলেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির চাপ বাড়বে। কেননা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা অন্যান্যদের তুলনায় অনেক কম খরচে গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবে।

Advertisements