Amrita Roy’s Property Details: নামেই ‘রাজবধূ’, সম্পত্তি নামমাত্র! কত টাকার মালিক কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নদীয়ার কৃষ্ণনগর থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন অমৃতা রায় (Amrita Roy)। যিনি রাজবধূ এবং কৃষ্ণনগরে রানী মা নামেই পরিচিত। তবে তিনি শুধু নামেই রানী মা, কেননা তার ধনসম্পত্তিতে রানীর মতো হাল নেই। তার ঝুলিতে রয়েছে মাত্র কিছু টাকার সম্পত্তি (Amrita Roy’s Property Details)। তবে তার স্বামীর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। চলুন দেখে নেওয়া যাক কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর ঝুলিতে ঠিক কত পরিমাণ টাকা পয়সা রয়েছে?

Advertisements

বিজেপি প্রার্থী অমৃতা রায় ২০১৯-২০ অর্থ বর্ষে রোজগার করেছেন ৫৩ হাজার ৩৯০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছেন ২৪ হাজার ৫০০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছেন ৩০ হাজার ২৩০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে কোন রিটার্ন জমা দেননি, ২০২৩-২৪ অর্থবর্ষে রোজগার করেছেন ২৯ হাজার ৫০০ টাকা। তার স্বামী সৌমিস চন্দ্র রায় ২০১৯-২০ অর্থ বর্ষে রোজগার করেছেন ৭ লক্ষ ৬৯ হাজার ৯৭৯ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছেন ৫ লক্ষ ৮৩ হাজার ৩২০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছেন ৯ লক্ষ ৩৭ হাজার ২৮ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে কোন রিটার্ন জমা দেননি, ২০২৩-২৪ অর্থবর্ষে রোজগার করেছেন ২ লক্ষ ৯১ হাজার ৯৩৪ টাকা।

Advertisements

অন্যদিকে যদি অমৃতা রায় এবং তার স্বামীর স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে নগদ, ব্যাঙ্কে জমা থাকা আমানত, অলংকার ইত্যাদি মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৬৮ হাজার ৭৪৫.৬৭ টাকা। অমৃতা রায়ের নামে কোনরকম গাড়ি নেই বলেই উল্লেখ রয়েছে হলফনামায়। অন্যদিকে তার স্বামীর নামে রয়েছে একটি গাড়ি। তার স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৫২ হাজার ৪৫.৫৭ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Mahua Moitra 2024 Property Details: ৮০ লাখি হিরের আংটি, ২ লাখি ব্যাগ! কত টাকা রোজগার তৃণমূলের মহুয়া মৈত্রের

অমৃতা রায়ের নামে অচাষযোগ্য কোনো জমি না থাকলেও তার স্বামীর নামে বিপুল পরিমাণ অচাষযোগ্য জমি রয়েছে। তবে অবাক করার বিষয়ে তাদের দুজনের নামেই কোন চাষযোগ্য জমি নেই। এমনকি রাণীমা অমৃতা রায়ের নামে কোথাও কোনো বাড়িঘর নেই। সেইমতো অমৃতা রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। যদিও তার স্বামীর নামে মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকার।

নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা অনুযায়ী অমৃতা রায়ের কেবলমাত্র কয়েক লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তার নামে কোনো অস্থাবর সম্পত্তি নেই। অন্যদিকে অমৃতা রায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা জানা গিয়েছে তাতে তিনি ১৯৮৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন বিষয়ে স্নাতক।

Advertisements