ভবানীপুরে মমতার প্রতিপক্ষ প্রিয়াঙ্কা কত টাকার মালিক, সামনে এলো খতিয়ান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভবানীপুরে আসন্ন উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে বিরোধী দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সোমবার তিনি এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisements

Advertisements

মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে পেশায় আইনজীবি প্রিয়াঙ্কা টিবরেওয়াল কত টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক। পাশাপাশি জানা যাচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা সহ আরও একাধিক তথ্য।

Advertisements

হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ রয়েছে ৩ লক্ষ ৮ হাজার ১৮৯ টাকা, তার স্বামীর হাতে থাকা নগদ এর পরিমান ২৪ হাজার ৯০০ টাকা। তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লক্ষ ৩১ হাজার ২২২ টাকা। তার স্বামীর নামে মোট স্থাবর সম্পত্তি রয়েছে ৪৯ লক্ষ আশি হাজার ৪৮৭ টাকা।

এর মধ্যে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামে রয়েছে ৪০০ গ্রাম হিরে ও সোনার গয়না যার বর্তমান বাজার মূল্য ১২ লক্ষ ৯২ হাজার ১৫৮ টাকা। পাঁচটি গোল্ড কয়েন রয়েছে যার বর্তমান বাজার মূল্য ৩৪ হাজার টাকা। সিলভার কয়েন রয়েছে ২০টি এবং অন্যান্য সিলভার সামগ্রী মোট দেড় কিলো, যার বর্তমান বাজার মূল্য ৫০ হাজার টাকা।

প্রিয়াঙ্কার নামে রয়েছে একটি স্করপিও চারচাকা গাড়ি, যার বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ ৭৯ হাজার ৯৬৯ টাকা। বাকি স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ব্যাঙ্কে সেভিংস, মিউচুয়াল ফান্ড, এলআইসি পলিসি সহ আরও একাধিক ক্ষেত্রে বিনিয়োগ।

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে কলকাতায় একটি বাস বাড়ি। এর পাশাপাশি তাঁর নামে রয়েছে ২২ লক্ষ ৩৫০ টাকার ব্যাঙ্ক লোন। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল কলকাতা ইউনিভার্সিটির হাজরা ল কলেজ থেকে ব্যাচেলর অফ ল এবং পরবর্তীতে থাইল্যান্ডের অ্যাসুম্পসন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রী করেছেন।

Advertisements