নিজস্ব প্রতিবেদন : বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ফের বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুকান্ত মজুমদার রাজ্যের একজন অন্যতম জনপ্রিয় নেতা হিসাবেই পরিচিত। আর এবারও তিনি জয়লাভ করবেন বলেই বিভিন্ন সমীক্ষাতে দাবী করা হচ্ছে। এরই মধ্যে বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটের লড়াইয়ে নামা এই বিজেপি নেতা ঠিক কত টাকার মালিক (Sukanta Majumdar Property) চলুন দেখে নেওয়া যাক।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জমা দিতে হয় হলফনামা। সেই হলফনামা থেকেই জানা যায় দেশের নেতা নেত্রীদের সম্পত্তির পরিমাণ এবং তাদের শিক্ষাগত যোগ্যতা। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সুকান্ত মজুমদার হলফনামা জমা দিয়েছেন এবং সেই হলফনামা থেকেই তার মোট সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে।
সুকান্ত মজুমদার নিজের রোজগার এবং সম্পত্তি প্রসঙ্গে যে তথ্য পেশ করেছেন তা থেকে জানা যাচ্ছে, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত প্রত্যেক অর্থ বর্ষে যথাক্রমে তার রোজগার ছিল ৫ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা, ৯ লক্ষ ১৯ হাজার ৩০০ টাকা, ৫ লক্ষ ৯৫ হাজার ২১০ টাকা, ৯ লক্ষ ৩০ হাজার ৩২০ টাকা এবং ৯ লক্ষ ৯৪ হাজার ৬২০ টাকা। নিজের রোজগারের পাশাপাশি নিজের স্ত্রীর রোজগারও তুলে ধরেছেন সুকান্ত মজুমদার। এক্ষেত্রে তার স্ত্রী ওই সকল অর্থ বর্ষে যথাক্রমে রোজগার করেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৩৫০ টাকা, ৩ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা, ৪ লক্ষ ৬৪ হাজার ২৬০ টাকা, ৬ লক্ষ ৬৪ হাজার টাকা এবং ৬ লক্ষ ৩৩ হাজার ৪২০ টাকা।
অন্যদিকে নগদ, সোনার অলংকার, গাড়ি, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ইত্যাদি সবমিলিয়ে সুকান্ত মজুমদারের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা। তার স্ত্রী কোয়েল চৌধুরীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো ৩৬ লক্ষ ২৯ হাজার ২২৬ টাকা। অস্থাবর সম্পত্তিতে সুকান্ত মজুমদারের থেকে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী রীতিমতো টেক্কা দিয়েছেন। এছাড়াও সুকান্ত মজুমদারের নামে একটি স্কুটার থাকলেও কোয়েল চৌধুরীর নামে রয়েছে একটি চারচাকা গাড়ি। কোয়েল চৌধুরীর ১৫০ গ্রাম ওজনের সোনার অলংকার রয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদারের রয়েছে ৩০ গ্রাম ওজনের।
আবার স্থাবর সম্পত্তির হিসেব অনুযায়ী সুকান্ত মজুমদার এবং তার স্ত্রী কোয়েল চৌধুরীর নামে রয়েছে একটি বসতবাড়ি। দুজনের নামেই একেবারে সমান সমান ভাবে ২০ লক্ষ ৫০ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। আবার দুজনের মাথাতেই সমান সমান ঋণের বোঝা রয়েছে। সুকান্ত মজুমদার এবং তার স্ত্রী কোয়েলের নামে থাকা মোট ঋণের পরিমাণ ৫ লক্ষ ৬২ হাজার ৫৫৭ টাকা করে। অন্যদিকে যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয় তাহলে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।