Advertisements

বাইকে তিনজন চড়ছেন! ধরা পড়লে কত টাকা জরিমানা দিতে হয় জানেন!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের প্রায় অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে দু’চাকার যানবাহন। মোটরসাইকেল হোক অথবা স্কুটার, দু’চাকার যানবাহনের অভাব নেই। অন্যান্য যানবাহনের মতো দু’চাকার যানবাহন চালানোর ক্ষেত্রেও বিভিন্ন নিয়ম রয়েছে যেগুলি চালক এবং যাত্রী সবাইকেই মেনে চলতে হয়। এই সকল নিয়ম না মানলে ভারতীয় মোটর ভেহিকেল আইন অনুযায়ী জরিমানা করা হয়ে থাকে।

Advertisements

ভারতের মতো দেশে সবচেয়ে বেশি যানবাহনের সংখ্যা ধরা হলে তা হয় দু’চাকার মোটরবাইক অথবা স্কুটি। মোটরবাইক অথবা স্কুটি চালানোর সময় হেলমেট পরা থেকে শুরু করে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে আরও একটি নিয়ম হলো, একটি মোটর বাইক বা স্কুটিতে দুজনের বেশি তিনজন চড়া যায় না। ট্রিপল রাইডিং (Triple Riding Challan) করলে জরিমানা করা হয়ে থাকে।

Advertisements

ভারতের মতো দেশে গুরুত্বপূর্ণ কিছু শহরে ট্রাফিক নিয়মের কড়াকড়ি ছাড়া জায়গায় দেখা যায় একটি মোটর বাইক অথবা স্কুটিতে তিনজন চড়ে বেড়াচ্ছেন। তিনজন নয়, মাঝে মাঝে তার থেকে বেশি জন একসঙ্গে একটি মোটরবাইকে চড়ে বেড়ান। এই ধরনের ঘটনার ক্ষেত্রে মোটর ভেহিকেল আইন অনুযায়ী ট্রাফিক পুলিশ চালকের বিরুদ্ধে চালান কেটে থাকেন। এক্ষেত্রে কত টাকা জরিমানা হয়?

Advertisements

ট্রিপল রাইডিং সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। কারণ এই ধরনের রাইডিংয়ের ক্ষেত্রে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। যে কারণে প্রাণের ঝুঁকি নিয়ে এই ধরনের ট্রিপল রাইডিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশেই। যে কারণে এমন পরিস্থিতির মোকাবিলায় মোটা অঙ্কের জরিমানা করা হয়ে থাকে।

মোটরসাইকেল হোক অথবা স্কুটার, একসঙ্গে তিনজন সওয়ারি করলে ট্রাফিক আইন অনুযায়ী ১০০০ টাকা চালান কাটা হয়ে থাকে। এই জরিমানা আবার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা হয়েও থাকে। কোথাও কোথাও আবার ১০০০ টাকারও বেশি জরিমানা করা হয়। আবার কোন কোন জায়গায় এই ধরনের নিয়ম অমান্য করে যানবাহন চালানোর ক্ষেত্রে দু’চাকার বাহন বাজেয়াপ্ত-ও করা হয়ে থাকে। পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্সও সাময়িক সময়ের জন্য বাতিল করতে সংশ্লিষ্ট দফতর।

Advertisements