একটি লোকাল ট্রেনের মেয়াদ কতক্ষণ! অনেকেই জানেন না! না জেনে পড়তে হয় সমস্যায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেলের এই পরিষেবায় থাকে এক্সপ্রেস, প্যাসেঞ্জার, মেল সহ লোকাল ট্রেন (Local Train)। লোকাল ট্রেন কম দূরত্বের মধ্যে চললেও উল্লেখযোগ্য বিষয় হলো লোকাল ট্রেনের উপর ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন।

ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে রেলের নিয়ম অনুসারে যাত্রীদের কাছে টিকিট থাকা আবশ্যিক। এক্সপ্রেস সহ দূরপাল্লার অন্যান্য ট্রেনের ক্ষেত্রে অনেক আগে থেকেই টিকিট কেটে রাখা যায়। কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে এমনটা হয় না। এমনকি লোকাল ট্রেনের টিকিট কাটার পর সেই টিকিটের নির্দিষ্ট একটি মেয়াদ রয়েছে। অর্থাৎ টিকিট কাটার পর ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সফর করতে হবে আর তা না হলে নতুন করে টিকিট কাটতে হবে।

যদিও এই নিয়মের বাইরেও সেই সকল যাত্রীরা ছাড় পান যারা মান্থলি টিকিট কেটে রাখেন। কিন্তু লক্ষ লক্ষ যাত্রীদের মধ্যে খুব নগণ্য যাত্রী মান্থলি টিকিট কাটেন আর বাকিরা প্রত্যেকেই দৈনিক টিকিট কেটে থাকেন। দৈনিক টিকিটের মেয়াদ কতক্ষণ তা অনেক যাত্রী জানেন না এবং যে কারণে তাদের সমস্যায় পড়তে হয়।

দূরত্বের ওপর নির্ভর করে কোন টিকিটের মেয়াদ কতক্ষণ তা টিকিটের গায়েই লেখা থাকে। আবার যারা অনলাইনে টিকিট কাটেন তাদের মেসেজ করে রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তার টিকিটের মেয়াদ কতক্ষণ। প্রতিটি টিকিটের গায়ে লেখা থাকে সেই টিকিটের মেয়াদ কতক্ষণ। লোকাল ট্রেন ছাড়াও অন্যান্য ট্রেনের টিকিটের ক্ষেত্রেও এই মেয়াদ জানিয়ে দেওয়া হয়।

টিকিট কাটার সঙ্গে সঙ্গেই টিকিটের মধ্যে উল্লেখ করা হয় কখন টিকিট কাটা হচ্ছে, কোন স্টেশন থেকে কাটা হচ্ছে ইত্যাদি। আর এরই সঙ্গে সঙ্গে টিকিটের গায়ে উল্লেখ করে দেওয়া হয় কতক্ষণ ওই টিকিট বৈধ থাকবে। এক্ষেত্রে অবশ্য টিকিটের মেয়াদ কতক্ষণ থাকবে তা দূরত্বের ক্ষেত্রে নির্ভর করে। যে কারণে কোন কোন টিকিটের বৈধতা এক ঘন্টা আবার কোন কোন টিকিটের বৈধতা তিন ঘন্টা বা তার বেশি পর্যন্ত হয়ে থাকে। এই বৈধতা জানার ক্ষেত্রে অবশ্যই টিকিট কাটার সঙ্গে সঙ্গেই তা দেখে নিতে হবে। ওই বৈধতার বাইরে ট্রেনের সফর করলে জরিমানা দিতে হতে পারে যাত্রীদের।