সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডুপ্লিকেট অরিজিৎ আসলে কে! ফাঁস হল পরিচয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটি নেট দুনিয়ায় ঝড় তুলে দেয়। ভিডিওটি নেট দুনিয়ায় ঝড় তুলে দেওয়ার মূলে ছিলেন এক যুবক। যে যুবক দেখতে হুবহু অরিজিৎ সিং (Arijit Singh) -এর মত।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, অরিজিৎ সিংয়ের মতোই ওই যুবকের মাথায় রয়েছে পাগড়ী, চোখের চশমাটাও একই রকম, আবার হাসিতেও অগাধ মিল। ভাইরাল হওয়া ভিডিওতে ওই যুবককে ভুলভুলাইয়া সিনেমার মেরে ঢোলনা গানটির সঙ্গে লিপ মেলাতে দেখা যায়। একই হাসি, একই চাহনি, দাঁত, চোখ, মুখের গঠনও একই রকম দেখে রীতিমত শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

নেট দুনিয়ার নাগরিকরা অবিকল অরিজিৎ সিংয়ের মত দেখতে ওই যুবকের খোঁজ শুরু করেন। কিন্তু ওই যুবকের খোঁজ কোনভাবেই মিলছিল না। কেউ কেউ ওই যুবককে অন্য কোন রাজ্যের বলে দাবী করছিলেন। কিন্তু শেষমেশ ওই যুবকের খোঁজ মেলার পর জানা গেল তিনি অন্য কোন রাজ্যের নন, তিনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা।

Advertisements

অবিকল অরিজিতের মতো দেখতে ওই যুবক হলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসিরহাট পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথার বাসিন্দা। ওই যুবকের নাম প্রদীপ্ত ঘোষ। তিনি বসিরহাটের টোল ট্যাক্সের একজন কর্মী। তিনি কখনোই ভেবে উঠতে পারেননি, মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এইভাবে রাতারাতি হামসকল অরিজিতের তকমা পাবেন।

বিষয়টি অবিশ্বাস্য হলেও তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুবই খুশি। এর পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, তিনি অরিজিৎ সিংয়ের একজন ফ্যান এবং তাকে অনুসরণ করে গানের সঙ্গে লিপ্সিং করে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন। এরই মধ্যে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বসিরহাটে তাকে অনেকে দেখে অরিজিৎ সিং ভেবে ভুল করে ফেলেন। অনেকে আবার সেলফি তুলতেও ভুল করেন না।

Advertisements