নিজস্ব প্রতিবেদন : গত ১২ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা যেভাবে কমতে শুরু করেছিল তাতে রীতিমতো জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়ায় বাসিন্দাদের। তবে এমন পরিস্থিতিতে শীতের পথের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। শুক্রবার সেই পরিস্থিতি কাটে, তবে এসবের মধ্যেই এখনো বৃষ্টির রেস কাটেনি, ফের রবিবার ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rainfall forecast South Bengal) রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকার পর শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়। শুক্রবার থেকে সূর্যের দেখা মিলতেই শনিবার ফের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে শুরু করে। তবে এরই মধ্যে রবিবার ফের সাত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে অফিসের তরফ থেকে জানানো হলো শনিবার।
শনিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। তবে বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ একেবারেই হালকা থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন ? Benefits of orange: শীতেও এতটুকু টান পড়বে না যৌবনে! শুধু প্রতিদিন সকালে করতে হবে এই ছোট্ট কাজ
রবিবার এই কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শুষ্ক থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নিম্নমুখী হলেও অন্যান্য জেলাগুলির তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
এমনিতেই শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হতেই হু হু করে তাপমাত্রা নামতে শুরু করেছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস, একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল বাঁকুড়ার। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১০ ডিগ্রিতে। এই সকল জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিন একই রকম থাকবে বলেও জানানো হয়েছে।