Rainfall forecast in South Bengal: ৫০-৬০ কিমি বেগে ধেয়ে আসবে কালবৈশাখী! কতদিন স্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ২০ দিনের বেশি অসহ্য পরিস্থিতির পর অবশেষে স্বস্তি ফিরলো দক্ষিণবঙ্গে (South Bengal)। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই সেই ভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি, তবে আবহাওয়ায় পরিবর্তন আসার ফলে তাপমাত্রার পারদ ৪ থেকে ৬ ডিগ্রি পতন হয়েছে। দীর্ঘ দাবদাহের পর এই পরিস্থিতিতেই যেন স্বস্তির মুখ দেখছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে প্রশ্ন হল এই স্বস্তি কত দিন থাকবে?

Advertisements

রবিবার পর্যন্ত বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় তাপপ্রবাহ বজায় থাকলেও সোমবার থেকে এই সকল জেলার আবহাওয়ায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। এদিন সকাল হতেই সেই পূর্বাভাস মতোই আবহাওয়ায় আমূল পরিবর্তন দেখা দিয়েছে। অন্ততপক্ষে সকাল থেকে তীব্র রোদের তেজ নেই। সর্বোচ্চ তাপমাত্রার পারদও অনেকটাই কমেছে। পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rainfall forecast in South Bengal)।

Advertisements

এতদিন পর্যন্ত শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ু ঢোকার ফলে বাংলার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার তার পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এরই পরিপ্রেক্ষিতে কাছাকাছি ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখন তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যেই।

Advertisements

আরও পড়ুন ? Portal for Eligible Jobless: যোগ্য চাকরিহারাদের চিন্তার দিন শেষ! আসছে নয়া পোর্টাল

আজ অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি কোন কোন জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কোন কোন জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ধেয়ে আসতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে এমন পরিস্থিতি থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখাও মিলতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ দাবদাহের পর দক্ষিণবঙ্গের বাসিন্দারা আপাতত সাত থেকে আট দিন স্বস্তির মধ্যেই থাকবেন। কেননা চলতি সপ্তাহের অধিকাংশ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির ফলে আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানানো হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি কম থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Advertisements