Madhyamik Result 2024: এপ্রিল নয়, মে মাসের এই দিনের মধ্যে বেরোতে পারে মাধ্যমিকের রেজাল্ট, এলো বড় আপডেট

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। অন্যান্য বছরের তুলনায় বেশ কয়েকদিন আগেই এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং সেই মতো বেশ কয়েকদিন আগেই ১২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। আর এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফলের (Madhyamik Result 2024) জন্য প্রতীক্ষায় বসে রয়েছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা।

কবে বের হবে মাধ্যমিক পরীক্ষা তা নিয়ে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এই কৌতূহলের মাঝেই বিভিন্ন সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ নিয়ে নানান আপডেট আসছে বিভিন্ন মাধ্যমে। এবার সেই রকমই একটি আপডেট এলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়েও আপডেট পাওয়া গিয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর শেষ পুনর্মূল্যায়নের কাজ। বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার মার্কশিট ছাপানোর কাজ শুরু হবে। তবে মার্কশিট ছাপানোর ক্ষেত্রে কিছুটা হলেও সময় লাগবে বলে জানা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এপ্রিল মাসে ফলাফল প্রকাশ হবে না বলেই সূত্রের খবর। মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন 👉 Higher Secondary New Rules: উচ্চমাধ্যমিকের পাশ ফেলের নতুন নিয়ম, নয়া ঘোষণা সংসদের, সুবিধা পাবে পরীক্ষার্থীরা

অন্যদিকে চলতি বছর ২৯ ফেব্রুয়ারি শেষ হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে সংসদ সূত্রে। এই বছর উচ্চমাধ্যমিকের নম্বর দেওয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া হয়েছে অনলাইনে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকের ফলাফল বের করার ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন সংসদ কেবলমাত্র অপেক্ষায় রয়েছে সরকারি সবুজ সংকেতের। সরকারি সবুজ সংকেত মিললেই প্রকাশ করে দেওয়া হবে উচ্চমাধ্যমিকের ফলাফল।

এর পাশাপাশি এই বছর বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যেতে পারে। কেননা গত বছর ৫৬ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল সংসদ। অন্যদিকে মাধ্যমিকের ফলাফল প্রকাশের ক্ষেত্রে যে তিন মাসের সময়সীমার কথা বলা হয়েছে শেষ হচ্ছে আগামী ১২ মে।