Cyclone Remal Wind Speed: রাতে ঘুমান সতর্ক থেকে, দাপট দেখাবে ঘূর্ণিঝড় রেমাল! কোন জেলায় কত বেগে বইবে ঝড়, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোটামুটি ভাবে ১৭ দিন আগে থেকেই একাধিক আন্তর্জাতিক আবহাওয়া মডিউল জানিয়েছিল, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হবে। তবে সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে তা সম্পর্কে প্রথমদিকে যা আভাস পাওয়া যাচ্ছিল তাতে খুব একটা চিন্তার কারণ ছিল না। পরবর্তীতে দেখা যায় এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে বেশ শক্তি সঞ্চয় করে এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি বাংলাদেশ লাগোয়া স্থলভাগে ল্যান্ডফল করার সম্ভাবনার কারণে ঝুঁকি বেড়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাতেই ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝ দিয়ে পার হওয়ার পর বাংলাদেশের মোংলায় ল্যান্ডফল করতে পারে। যে কারণে এই ঘূর্ণিঝড়ের ফলে বিভিন্ন জেলায় ঝড়ের গতিবেগ অনেকটাই বাড়বে। রবিবার হাওয়া অফিসের তরফ থেকে এই বিষয়েই জানানো হয়েছে, কোন জেলায় কত গতিবেগে ঝড় বইতে পারে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতে তীব্র গতিবেগে ঝড় বইতে পারে পশ্চিমবঙ্গে। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে রবিবার রাত থেকেই তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটার (Cyclone Remal Wind Speed) ছাড়িয়ে যাবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জেলা ধরে ধরে ঝড়ের গতিবেগ কত থাকবে তাও জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Pronunciation of Cyclone Remal: রিমাল না রেমাল? ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সঠিক উচ্চারণ কোনটি!

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রবিবার রাতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, আবার কোন কোন জায়গায় কোন কোন সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

এই সকল জেলা ছাড়াও নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় রবিবার রাতে ঝড়ের গতিবেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটারে, কোন কোন সময় কোন কোন জায়গায় ঝড়ের গতিবেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৮০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলিও ঝড়ের হাত থেকে নিস্তার পাবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

Advertisements