জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এখন কত নম্বরে মোদি? বাইডেন-সুনকই বা তালিকায় কোন জায়গায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের জনপ্রিয় যে সকল রাষ্ট্র নেতা রয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গ্রহণযোগ্যতা সবসময়ই থাকতে দেখা যায় নজরকাড়া। এই নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বিশ্ব রাষ্ট্রনেতাদের তালিকায় কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রথমেই থাকেন আবার কখনো তালিকায় কিছুটা উঠানামা হয়। চলুন দেখে নেওয়া যাক বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কতটা?

বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তা নিয়ে মার্কিন সংস্থা মর্নিং কনসার্ট একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষা থেকেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তা কতটা। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত নম্বরে রয়েছেন তার আগে দেখে নেওয়া যাক বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতারা রয়েছেন কোন জায়গায়।

এই তালিকায় জনপ্রিয়তার নিরিখে ২৪% সমর্থন পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঋষি সুনক সমর্থন পেয়েছেন ২৭ শতাংশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সমর্থন পেয়েছেন ৩৭ শতাংশ। তিনি এই তালিকায় দশম স্থানে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার নিরিখে সপ্তম স্থানে রয়েছেন এবং তিনি ৪০ শতাংশ সমর্থন পেয়েছেন। ৪২ শতাংশ সমর্থন পেয়ে ষষ্ঠ নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জাজিয়া মেলোনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজ এই তালিকায় পঞ্চম নম্বরে রয়েছেন এবং তিনি সমর্থন পেয়েছেন ৪৮ শতাংশ মানুষের। তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি ৪৯ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পাশ্চাত্যের তাবড় তাবড় দেশগুলির রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রী অনেক এগিয়ে।

কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার নিরিখে যে সমীক্ষা করা হয়েছে এবং যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম স্থান পেয়েছেন। শুধু প্রথম স্থান পাওয়া নয়, পাশাপাশি এই মুহূর্তে তার ধারে কাছে কোন রাষ্ট্রনেতা নেই। কারণ তার ঝুলিতে রয়েছে ৭৬% সমর্থন। এই জায়গায় দ্বিতীয় এবং তৃতীয় জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে যারা রয়েছেন তারা হলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট এবং মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তারা যথাক্রমে ৬৪ এবং ৬১ শতাংশ সমর্থন পেয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৬ শতাংশ সমর্থন পাওয়ার পাশাপাশি তার বিপক্ষে ভোট পড়েছে ১৮% এবং মতামত জানাননি ৬ শতাংশ।