World’s Highest Railway Station: ঘুম নয়, বিশ্বের উচ্চতম রেলস্টেশন এটি! জানেন না অধিকাংশরাই

নিজস্ব প্রতিবেদন : রেল সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে কৌতুহলের শেষ নেই। কৌতুহলের শেষ না থাকার পিছনে রয়েছে রেল পরিষেবা সম্পর্কে অজানা একের পর এক তথ্য। বিশ্বের সমস্ত রেল পরিষেবার তথ্য যেন এক একটি জ্ঞানের ভান্ডার। ঠিক সেই রকমই একটি প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন (World’s Highest Railway Station) কোনটি?

বিশ্বের উচ্চতম রেল স্টেশন কোনটি তা নিয়ে অধিকাংশ সাধারণ মানুষেরা যে উত্তর জানেন তাহলো ঘুম রেলস্টেশন (Ghum Railway Station)। পশ্চিমবঙ্গের দার্জিলিঙে অবস্থিত এই রেলস্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আওতায় পড়ে। এই রেল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪০৭ ফুট উঁচুতে অবস্থিত। এই রেলস্টেশন বিশ্বের উচ্চতম হেরিটেজ রেলস্টেশন হিসাবে তকমা পেয়েছে। তবে এটি কিন্তু বিশ্বের উচ্চতম সাধারণ রেলস্টেশন নয়।

বিশ্বের উচ্চতম সাধারণ রেলস্টেশনটির নাম হল টাঙ্গুলা রেলওয়ে স্টেশন। যেটি তিব্বতে অবস্থিত। এই রেলস্টেশন আবার ডাংলা রেলস্টেশন নামেও পরিচিত। বিশ্বের সবচেয়ে উঁচু রেলস্টেশন হিসাবে টাঙ্গুলা রেলস্টেশনের বেশ কিছু তথ্য রয়েছে, যা বিশ্বের অধিকাংশ মানুষেরাই জানেন না। বিশ্বের সবচেয়ে উঁচু এই রেলস্টেশন চীনের চিংহাই-তিব্বত রেলপথে অবস্থিত। এই রেলস্টেশন ও রেলপথ চীনের একটি অংশের সঙ্গে তিব্বতকে সংযুক্ত করেছে।

আরও পড়ুন 👉 North Bengal Summer Special Train: সহজেই মিলবে টিকিট, সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! গরমে নতুন ট্রেন দিল রেল

বিশ্বের সবচেয়ে উঁচু এই রেলস্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৬২৭ ফুট উঁচুতে অবস্থিত। অর্থাৎ ঘুম রেলস্টেশনের দ্বিগুণের থেকে বেশি উঁচুতে অবস্থিত তিব্বতের এই রেলস্টেশনটি। আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই রেল স্টেশনে কোন কর্মী নেই। ২০০৬ সালের ১ জুলাই স্থাপিত হওয়া এই রেলস্টেশনটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। এর থেকেও আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, তিব্বতের এই রেলস্টেশন আর বেশি দিন বিশ্বের উচ্চতম রেল স্টেশনের তকমা ধরে রাখতে পারবে না।

বর্তমানে বিশ্বের উচ্চতম রেল স্টেশন হিসেবে থাকা টাঙ্গুলা রেলওয়ে স্টেশনের এমন খেতাব খুব তাড়াতাড়ি কেড়ে নিতে চলেছে ভারত। কেননা এর থেকেও উঁচুতে রেলস্টেশন তৈরি হচ্ছে কাশ্মীরের চেনাব নদীর উপর। আর সেই রেলস্টেশন তৈরি হয়ে গেলেই বিশ্বের উচ্চতম রেল স্টেশন হিসাবে ভারতের চেনাব নদীর উপর রেল স্টেশনটি তকমা পাবে। তিব্বতের টাঙ্গুলা রেলস্টেশনের এমন তকমা পাওয়ার আগে বিশ্বের উচ্চতম রেলস্টেশন ছিল বলিভিয়ার কনডর রেলওয়ে স্টেশন। যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৭০৫ ফুট উঁচুতে ছিল।