Indian Rupee: হাতে ১০০ টাকা থাকা মানেই রাজা! বিশ্বের এই ৬ দেশে গেলেই ভারতীয়রা বড়লোক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে ভারতীয়রা বিভিন্ন সময় ঘুরতে যান। বিশ্বের এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ঘুরতে গেলে ভারতীয়দের কাছে থাকা হাজার হাজার টাকার কোন মূল্য থাকেনা, আবার এমন ৬টি দেশ রয়েছে যেখানে ঘুরতে গেলে হাতে ১০০ টাকা থাকলেই নিজেদের রাজা ভাবতে পারেন। কেননা ওই ছয় দেশে ভারতীয় ১০০ টাকার (Indian Rupee) পরিবর্তে সেখানকার বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়।

Advertisements

১) ভারতীয় মুদ্রা যেখানে রাজা হয়ে ওঠে সেই তালিকায় রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামে বছরের বিভিন্ন সময় ভারত থেকে পর্যটকরা যান ভ্রমণের জন্য। সেখানে যারা ঘুরতে যান তারা ভারতের এক টাকায় ভিয়েতনামের যে পরিমাণ ভিয়েতনামিজ ডং পেয়ে থাকেন তা জানলে চমকে যাবেন। ভারতের এক টাকায় সেখানে পাওয়া যায় প্রায় ২৯২ টাকা ভিয়েতনামিজ ডং। ১০০ টাকায় পাওয়া যায় প্রায় ২৯ হাজার ২০০ ভিয়েতনামিজ ডং।

Advertisements

২) ভিয়েতনামের মতোই ইন্দোনেশিয়ায় যারা ঘুরতে যান তারাও বিপুল পরিমাণ স্থানীয় মুদ্রা পেয়ে থাকেন। ইন্দোনেশিয়ার মুদ্রাকে বলা হয়ে থাকে ইন্দোনেশিয়ান রুপিয়া। ভারতের ১০০ টাকা সমান ইন্দোনেশিয়ান রুপিয়া প্রায় ১৮৫৬৩। ভারতের হাজার হাজার টাকার মূল্য সেখানে কত হতে পারে বোঝায় যায়।

Advertisements

আরও পড়ুন ? ডলার তো পিঁপড়ে, এই ৭ দেশের মুদ্রার সামনে মাথা তুলতে পারে না আমেরিকাও

৩) দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েতেও ভারতীয় মুদ্রার মূল্য অনেক বেশি। সেখানে যে সকল পর্যটকরা ঘুরতে যান তারা ভারতীয় মুদ্রা ১০০ টাকায় পেয়ে থাকেন সেখানকার স্থানীয় প্যারাগুয়েন গুয়ারানি ৮৭৬৬।

৪) ভারতের প্রচুর পর্যটক রয়েছেন যারা কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির ঘুরতে যান। এই দেশটিতে ঘুরতে গিয়েও ভারতীয়রা বেশ লাভবান। কেননা এখানে ভারতীয় মুদ্রার ১০০ টাকার মূল্য স্থানীয় মুদ্রায় প্রায় ৪৯১৬।

৫) বহু ভারতীয়রা রয়েছেন যারা হাঙ্গেরি ঘুরতে যান এবং সেখানে ঘুরতে যাওয়ার স্বপ্ন রয়েছে। সেখানে যে সকল পর্যটকরা ঘুরতে যান তারা ভারতের ১০০ টাকায় স্থানীয় মুদ্রা ফরিন্ট পেয়ে থাকেন প্রায় ৪১৭।

৬) ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বছরের বিভিন্ন সময় ঘুরতে যান ভারতীয়রা। ভারতের প্রতিবেশী দেশ হলেও এখানে কিন্তু ভারতীয় মুদ্রার মূল্য যথেষ্ট। শ্রীলঙ্কা ঘুরতে গেলে ভারতীয় পর্যটকরা ১০০ টাকার বদলে পেয়ে থাকেন শ্রীলঙ্কান রুপি প্রায় ৩৯০।

Advertisements