নিজস্ব প্রতিবেদন : ভারতে গণপরিবহনের মেরুদন্ড হিসেবে পরিগণিত হওয়ার ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুল সংখ্যক এই যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে কিছু নিয়ম জারি করা হয়েছে যাতে প্রতিটি যাত্রী সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন। বিশেষ করে যাত্রীরা যখন রাতে ট্রেনে ভ্রমণ করবেন তখন তাদের ৮টি নিয়ম মেনে চলতে হবে। এই ৮টি নিয়মের মধ্যে আবার বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি ট্রেনের টিটিই এবং অন্যান্য কর্মীদেরও মেনে চলতে হবে। এই সকল নিয়ম সবচেয়ে বেশি কঠোরভাবে মানা দরকার অন্ততপক্ষে রাত ১০টার পর।
১) কোন যাত্রী সফর করার সময় নিজের সিটে অথবা কম্পার্টমেন্টে জোর গলায় ফোনে কথা বলতে পারবেন না। দিনের বেলায় এই নিয়ম থাকার পাশাপাশি রাত ১০টার পর এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে যাত্রীদের। এমন নিয়ম জারি করা হয়েছে যাতে অন্যান্য যাত্রীদের কোনরকম অসুবিধা না হয়।
২) মোবাইলে যেমন জোর গলায় কথা বলা যাবে না ঠিক সেই রকমই জোরে অর্থাৎ লাউডস্পিকারে গান বাজানো যাবে না। যাত্রীরা যদি গান শুনতে চান তাহলে সেক্ষেত্রে তাদের ইয়ারফোন অথবা এই ধরনের কোন গ্যাজেট ব্যবহার করতে হবে।
৩) ট্রেনে সফর করার সময় রাত ১০টার পর রাতের আলো ছাড়া অন্য কোন আলো জ্বালিয়ে রাখতে পারবেন না।
৪) যে সকল যাত্রীরা অনেক আগেই ট্রেনে উঠেছেন তাদের আর রাত ১০টার পর টিকিট পরীক্ষার জন্য টিটিই কোনরকম ভাবে বিরক্ত করতে পারবেন না। কেবলমাত্র সেই সকল যাত্রীদেরই টিকিট পরীক্ষা করা যাবে যারা রাত ১০টার পর ট্রেনে উঠছেন। তাও আবার ট্রেনে ওঠার কিছু সময়ের মধ্যেই করে নিতে হবে।
৫) রাতে সফর করার সময় যদি অনেক যাত্রী একসঙ্গে যাতায়াত করেন তাহলে তারা নিজেদের মধ্যে গল্প করতে পারবেন না। যা গল্প করার রাত ১০টার আগে করে নিতে হবে এবং তারপর শান্ত পরিবেশ বজায় রাখতে হবে।
৬) রাত ১০টা বাজলেই মাঝের বার্থ খোলার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। এক্ষেত্রে নিচের বার্থের যাত্রী কোনোভাবেই মাঝের যাত্রীকে বাধা দিতে পারবেন না।
৭) রাত ১০টার পর আর কোন অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা ট্রেনে খাবার ডেলিভারি দিতে পারবেন না। তবে পরে ডেলিভারি নেওয়ার জন্য অর্ডার দেওয়া যেতে পারে।
৮) যে সকল যাত্রীরা শীততাপ নিয়ন্ত্রিত কোচে যাতায়াত করবেন তারা সর্বোচ্চ ৭০ কেজি লাগেজ নিয়ে যেতে পারবেন। স্লিপার ক্লাসের জন্য ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি লাগেজ বিনামূল্যে নিয়ে যেতে পারবেন। তবে বাড়তি খরচ করে অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে যাওয়া যায়।