নিজস্ব প্রতিবেদন : বছরের শেষ আর শুরু, এই দুই সময় যেন বাঙ্গালীদের কাছে পোয়াবারো। অন্ততপক্ষে রেল পরিষেবার ক্ষেত্রে এমনটা বলাই যেতে পারে। কেননা বছরের শেষ মুহূর্তে বাংলা প্রথম উপহারস্বরূপ পায় একটি অমৃত ভারত এক্সপ্রেস, আর তার দুদিন কাটতে না কাটতেই আরও একটি ট্রেন চলে এলো উপহারস্বরূপ। ১ জানুয়ারি আরও একটি নতুন ট্রেন (New Train) পথচলা শুরু করল বাংলায়। পর পর রেলের (Indian Railways) এমন উপহার বাঙ্গালীদের নববর্ষের আনন্দকে আরও দ্বিগুণ করেছে।
৩০ ডিসেম্বর বাংলা প্রথম উপহার স্বরূপ পায় মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি বাণিজ্যিকভাবে প্রথম পথচলা শুরু করবে আগামী ৭ জানুয়ারি। অন্যদিকে এই ট্রেনের রেস কাটতে না কাটতেই ১ জানুয়ারি নতুন করে উপহার এলো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসের (New Train for Balurghat)। সোমবার নতুন এই ট্রেনটির উদ্বোধন হওয়ার পর মঙ্গলবার থেকেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়ে যাবে।
১৩১৯০ শিয়ালদা এক্সপ্রেস নামে এই ট্রেনটি বালুরঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রতিদিন রওনা দেবে সন্ধ্যা ৭টায়। ট্রেনটি পরদিন ভোর ৪:২০ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে। অন্যদিকে ১৩১৮৯ বালুরঘাট এক্সপ্রেস নামে ট্রেনটি শিয়ালদা থেকে রাত ১০টা ৩০ মিনিটে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এবং বালুরঘাট পৌঁছাবে প্রদন সকাল ৮:৩০ মিনিটে। ট্রেনটি শিয়ালদা থেকে বালুরঘাট যাওয়ার জন্য সময় নেবে পাক্কা ১০ ঘন্টা, অন্যদিকে বালুরঘাট থেকে শিয়ালদা আসার জন্য সময় নেবে ৯ ঘন্টা ২০ মিনিট।
নতুন এই ট্রেনটি প্রান্তিক স্টেশন অর্থাৎ শিয়ালদা এবং বালুরঘাট ছাড়াও স্টপেজ দেবে বালুরঘাট এবং শিয়ালদা স্টেশন ছাড়াও নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, একলাখী জংশন, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, রামপুর বাজার। এই ট্রেনের ফলে এবার শিয়ালদা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ অনেক সুগম হবে। বিশেষ করে বালুরঘাটে সঙ্গে যোগাযোগ হবে অনেক উন্নত। এছাড়াও যারা উত্তরবঙ্গ যাচ্ছেন তারাও এই ট্রেনের সূচনার ফলে অনেক সুবিধা পাবেন।
নতুন এই ট্রেনটিতে জেনারেল কোচের পাশাপাশি থাকছে স্লিপার কোচ এবং এসি কোচ। শিয়ালদা থেকে বালুরঘাট স্লিপার ক্লাসের ভাড়া হলো ২৭০ টাকা। AC 3 Economy (3E) টিকিটের ভাড়া পড়বে ৬৭০ টাকা। এসি থ্রি টায়ারের জন্য ভাড়া পড়বে ৭৩০ টাকা। এসি 2A ভাড়া পড়বে ১০৩৫ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে ১৭৩৫ টাকা। সোমবার বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হতেই এই ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি ভাবে সমস্ত ক্লাসের টিকিট বিক্রির মুখে অথবা বিক্রি হয়ে গিয়েছে।