নিজস্ব প্রতিবেদন : গ্রীষ্ম হোক অথবা শীত, বছরের অধিকাংশ সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমান সিকিমের মত পাহাড়ি রাজ্যে। আবার সিকিমে যারা ঘুরতে যান তাদের বড় সংখ্যার পর্যটক কিন্তু আসতে দেখা যায় পশ্চিমবঙ্গ থেকেই। আবার পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে বড় সংখ্যার মানুষ থাকেন দক্ষিণবঙ্গের।
দক্ষিণবঙ্গ থেকে সিকিম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শিয়ালদা অথবা হাওড়া থেকে যে সকল ট্রেন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেগুলিতেই অধিকাংশ পর্যটকদের রওনা দিতে দেখা যায়। কিন্তু ট্রেনে নিউ জলপাইগুড়ি তারপর আবার গাড়িতে চড়ে নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যেতে অন্ততপক্ষে ১৬ ঘন্টা সময় লাগে। যেতে যেতেই পুরো একটি দিন পার হয়ে যায় বলা যেতেই পারে
কিন্তু এখন পর্যটকরা চাইলে এই ১৬ ঘন্টার রাস্তা মাত্র দেড় ঘন্টায় পাড়ি দিতে পারবেন। রাজকীয়ভাবে যাওয়ার ক্ষেত্রে ট্রেনের তুলনায় কিছুটা হলেও খরচ বেশি হবে। কেননা পর্যটকরা কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চড়ে সোজা পৌঁছে যেতে পারবেন সিকিমের পাকিয়ং বিমানবন্দরে। প্রায় ছয় মাস এই বিমানবন্দরের পরিসেবা বন্ধ থাকার পর ৩১ মার্চ থেকে তা পুনরায় চালু হয়েছে। নতুন করে বিমান পরিষেবা চালু হওয়ার ফলে যে সকল পর্যটকরা বিমানে চড়েই যাওয়ার পরিকল্পনা করছেন তাদের সবার আগে বিমান ছাড়ার সময় (Kolkata-Sikkim Flight Timetable) জানতে হবে।
আরও পড়ুন ? Sikkim Railway Project: আরও এক সফলতা সিকিম রেলওয়ে প্রোজেক্টে, ট্রেনের পথ চলা এখন সময়ের অপেক্ষা
সিকিমের পাকিয়ং বিমানবন্দরের সঙ্গে কলকাতা এবং দিল্লির বিমান পরিষেবা চালু হয়েছে। এক্ষেত্রে দিল্লি পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এবং কলকাতা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন বিমান যাতায়াত করছে। এছাড়া হায়দ্রাবাদ ও অযোধ্যার মধ্যেও বিমান পরিষেবা চালু করা হয়েছে। ২০১৮ সালে সিকিমের পাকিয়ং বিমানবন্দরের পরিসেবা চালু হলেও বিভিন্ন সময় দৃশ্যমান্যতার কারণে পরিষেবা অনিয়মিত হয়ে পড়েছিল। এরপর এখন বেশ কিছু কাজ করার পর এই বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।
কলকাতা থেকে যে সকল পর্যটকরা পাকিয়ং বিমানবন্দর বিমানে চড়ে যেতে চান তাদের প্রতিদিন সকাল ৮:০৫ মিনিটে ফ্লাইট ছাড়া হয় এবং সেই বিমানটি ৯:৩৫ মিনিটে পাকিয়ং বিমানবন্দরে পৌঁছে যায়। আবার সেখান থেকে কলকাতা ফেরার জন্য যে ফ্লাইট রয়েছে সেটি ছাড়ে সকাল ১০ টা ৩০ মিনিটে এবং দুপুর ১২:১০ মিনিটে কলকাতায় পৌঁছে যায়। যাওয়ার সময় দেড় ঘণ্টা সময় লাগলেও আসার সময় ১ ঘন্টা ৪০ মিনিট সময় লাগে।