সস্তার দিন শেষ! এবার খরচ বাড়াবে Jio? মুখ খুললেন সংস্থার প্রেসিডেন্ট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একসময় ভারতীয় নাগরিকরা এক জিবি ডেটার জন্য খরচ করতেন ২৫০ টাকা বা তার বেশি। কথা বলার ক্ষেত্রেও ছিল প্রচুর খরচ। মিনিটে এক টাকার কাছাকাছিও খরচ করতে হতো। তবে এমন পরিস্থিতির পরিবর্তন আসে মূলত Jio লঞ্চ করার পর। আমূল পরিবর্তন ঘটে যায় টেলিকম জগতে। সামান্য কিছু টাকাতেই আনলিমিটেড ডেটা সহ আনলিমিটেড কল এবং অন্যান্য সুবিধা পেতে থাকেন ভারতীয়রা।

এসবের পরিপ্রেক্ষিতে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা জিওকে ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনার মূল কারিগর ধরা হয়ে থাকে। তবে আবার এটাও লক্ষ্য করা গিয়েছে, প্রথমদিকে বিনামূল্যে এবং পরে সস্তায় জিও পরিষেবা দিলেও পরবর্তীতে ধাপে ধাপে তারা তাদের পরিষেবার খরচ বৃদ্ধি করে। এসবের মধ্যেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে জিওর প্ল্যান বৃদ্ধির।

তথ্য বলছে, জিও গ্রাহকরা বিগত ত্রৈমাসিকে গড়ে খরচ করেছেন ১৮১.৭ টাকা। এর আগের ত্রৈমাসিকে খরচ করেছিলেন ১৭৭.২ টাকা। আর তার আগের ত্রৈমাসিকে খরচ করেছিলেন ১৮০.৫ টাকা। অন্যদিকে এয়ারটেল-এর গ্রাহকদের মাথাপিছু খরচ গড় ২০০ টাকা। যদিও তাদের তরফ থেকে এই খরচ ৩০০ টাকা হওয়া উচিত বলে মনে করা হয় এবং বারবার তা দাবি তোলা হয়। এসবের পরিপ্রেক্ষিতেই নতুন করে মোবাইল খরচ বাড়বে এমনই আশঙ্কা করা হয়ে থাকে।

অন্যদিকে বর্তমানে 4G পরিষেবার পাশাপাশি দেশজুড়ে 5G পরিষেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব টেলিকম সংস্থা এই কাজ করতে না পারলেও জিও এবং এয়ারটেল রীতি মধ্যেই তা অনেকটাই সেরে ফেলেছে। তবে তারা এখনো পর্যন্ত মোবাইল খরচ বাড়ায়নি। 4G খরচেই এখনো গ্রাহকদের 5G পরিষেবা দেওয়া হচ্ছে। এই সকল পরিস্থিতিতে যখন Jio প্ল্যান রেট বৃদ্ধি করা হবে এমন জল্পনা তৈরি হয়েছে সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুললেন জিওর প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন।

তিনি জানিয়েছেন, আপাতত কোন প্ল্যানের খরচ বৃদ্ধি করার পরিকল্পনা নেই সংস্থার এবং এমনটা ভাবাও হচ্ছে না। তাদের তরফ থেকে সমস্ত কিছু গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পিছনে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং জিওর চেয়ারম্যান আকাশ আম্বানির বড় চিন্তা ভাবনা। কেননা তারা চান, এখনো দেশে যে ২০০ মিলিয়ন 2G গ্রাহক রয়েছেন তারা যেন আগামী দিনে কম খরচে 4G অথবা 5G পরিষেবা উপভোগ করার সুযোগ পান।