Primary TET Result 2023: আর ধৈর্য ধরছে না! জেনে নিন কবে প্রকাশিত হবে টেটের রেজাল্ট!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know when Primary TET Result 2023 will be published: প্রাথমিক টেট ২০২৩ এর ফলাফল (Primary TET Result 2023) শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলাফল WBBPE (পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড) দ্বারা ঘোষণা করা হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের লগইনের মাধ্যমে স্কোরকার্ড এবং ফলাফল ডাউনলোড করতে পারবেন। এমনকি ‘অ্যানসার কি’ পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।

Advertisements

২০২২ এ প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন হয়েছিল ১১ই ডিসেম্বর। ঘোষণা অনুযায়ী, ২০২৩ এর ১১ই জানুয়ারি ‘অ্যনসার কি’ প্রকাশ করা হয়েছিল। তবে প্রার্থীরা চ্যালেঞ্জ করায় পুনরায় ‘অ্যনসার কি’ প্রকাশ করা হয় এবং তা ফাইনাল হিসেবে ধরা হয়। পরীক্ষার পর থেকে ৬২ দিনের মাথায় ১১ই ফেব্রুয়ারি ২০২২ এ প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশিত হয়।

Advertisements

২০২৩ এ আবার প্রাথমিক টেট পরীক্ষা হয় এবং সেটি হয়েছিল ২৪শে ডিসেম্বর। ইতিমধ্যে পরীক্ষার পর থেকে ৬২ দিন কেটে গেছে তবুও বেরোয়নি টেট পরীক্ষার ফলাফল। ফলাফল তো দূর এখনও পর্যন্ত ‘অ্যনসার কি’-ও প্রকাশ করা হয়নি। অবশেষে ঘোষণা করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নাকি ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করা হবে, যা প্রার্থীরা মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই চ্যালেঞ্জ জানাতে পারবেন।

Advertisements

এই সাতদিন কেটে গেলেই বেরোবে ‘ফাইনাল অ্যানসার কি’। যেহেতু শিক্ষক নিয়োগ নিয়ে জোর কদমের কাজ চলছে তাই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে পর্ষদের। তবে যা শোনা যাচ্ছে তাতে মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই প্রাইমারি টেট ২০২৩ এর ফলাফল (Primary TET Result 2023) বেরোতে পারে।

কিভাবে প্রাইমারি টেট ২০২৩ এর ফলাফল (Primary TET Result 2023) চেক করবেন?

প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষার ফলাফল পরীক্ষা দেখার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  • প্রথমে, প্রাথমিক টেট পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজে ‘রেজাল্ট’ লিঙ্কে ক্লিক করতে হবে
  • সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
  • এরপর ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
  • ‘Submit’ অপশনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার টেট এর ফলাফল দেখা যাবে।
  • সর্বশেষে আপনি আপনার পরীক্ষার মার্কশিট ডাউনলোড করে রাখতে পারেন

আরও পড়ুন ? Higher Secondary Exam Rules Changed: উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদল, এবার এলো সেমিস্টার, দেখে নিন কোন মাসে পরীক্ষা, কোন মাসে রেজাল্ট

টেট এর ফলাফল দেখার জন্য প্রয়োজনীয় তথ্য:

অফিসিয়াল ওয়েবসাইটে WBTET (ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট) ফলাফল (Primary TET Result 2023) দেখতে, আপনার সাধারণত নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর দিতে হবে:

রেজিস্ট্রেশন নম্বর

প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় আপনাকে একটি নম্বর দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নম্বর হিসেবে।

জন্ম তারিখ

রেজিস্ট্রেশনের সময় আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে (যেমন, DD/MM/YYYY) আপনার জন্ম তারিখ দিতে হবে।

অফিসিয়াল WBTET ওয়েবসাইটে এই তথ্যগুলি সঠিকভাবে প্রদান করলেই আপনি আপনার WBTET রেজাল্ট দেখার অ্যাক্সেস পাবেন।

Advertisements