HS New Syllabus Books: কবে মিলবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাসের বই! চিন্তার মাঝেই ভালো খবর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা একেবারে নতুন সিলেবাসে (HS New Syllabus) পড়াশোনা শুরু করবে। নতুন সিলেবাসের পাশাপাশি তাদের পরীক্ষার পদ্ধতিও বদলে যাচ্ছে। এবার থেকে তাদের পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে।

Advertisements

পরীক্ষা পদ্ধতি বদলানো, সেমিস্টার ব্যবস্থা আনা ইত্যাদির ফলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে (WBCHSE) বদল করতে হয়েছে সিলেবাসে। সিলেবাস বদল আনার ফলে স্বাভাবিকভাবেই বদলে ফেলতে হচ্ছে সমস্ত পাঠ্য বই। আর এই নতুন সিলেবাসের পাঠ্য বই (HS New Syllabus Books) নিয়েই এখন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে চরম চিন্তা।

Advertisements

পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে পাঠ্যবই নিয়ে চিন্তা হওয়ার পিছনে একটি কারণ আর সেটি হল, মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠ্যবই মিলবে তো? নতুন সিলেবাসের পাঠ্যবই বাজারে সঠিকভাবে উপলব্ধ হবে তো? নাকি বইয়ের জন্য কাড়াকাড়ি করতে হবে! পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের মধ্যে থাকা এই সকল দুশ্চিন্তার পরিপ্রেক্ষিতে এবার সংসদ সূত্রে সুখবর পাওয়া গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? WBMSC Sanitary Inspector Recruitment: উচ্চমাধ্যমিক পাশেই চাকরি! জেলায় জেলায় কর্মী নিয়োগ হচ্ছে পৌরসভায়

জানা যাচ্ছে, সমস্ত প্রকাশকরা ইতিমধ্যেই নতুন সিলেবাস অনুযায়ী বই তৈরীর কাজ শুরু করে দিয়েছে। তাদের সেই বইয়ের খসড়া আগামী ২২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দেওয়া শুরু হবে। খসড়া জমা দেওয়ার পর সেখানে যদি কোন রকম সংশোধনের প্রয়োজন হয় তা সংসদের তরফ থেকে পুনরায় প্রকাশকদের জানানো হবে। আর এরপরই পুরোদমে নতুন সিলেবাসের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু করে দেবে প্রকাশকরা।

তবে প্রশ্ন হল কবে থেকে নতুন সিলেবাসের পাঠ্যবই পাওয়া যাবে? এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, পড়ুয়া এবং অভিভাবকরা যে চিন্তায় রয়েছেন সেই চিন্তা করার খুব একটা প্রয়োজন নেই। কেননা মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নতুন সিলেবাসের পাঠ্য বই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। এছাড়াও অধিকাংশ প্রকাশ্যরায় আশ্বাস দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়ুয়াদের হাতে নতুন সিলেবাসের পাঠ্য বই পৌঁছে দেওয়ার জন্য তাদের তরফ থেকেও অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে এবং হবে।

Advertisements