নিজস্ব প্রতিবেদন : পুরীর জগন্নাথ দেব মন্দিরের আদলে দীঘা সমুদ্র সৈকতের ধারে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) তৈরীর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালের ডিসেম্বর মাসে এমন ঘোষণার পর ২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ধীরে ধীরে সেই কাজ এগোতে থাকে।
দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা শুনতে পাওয়া গিয়েছে। কখনো কখনো শোনা যাচ্ছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ হওয়ার পর ২০২৪ সালের প্রথম দিকে উদ্বোধন হয়ে যেতে পারে দীঘার জগন্নাথ মন্দিরের। তবে তা হয়নি। আসলে অবিকল পুরির জগন্নাথ মন্দিরের মতো দিঘার জগন্নাথ মন্দির তৈরি করা অনেকটাই সময় সাপেক্ষ।
তবে এসবের মধ্যেই এবার একটি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের সভা থেকে জানিয়ে দিলেন, মূর্তি তৈরি হয়ে চলে এসেছে। গত সোমবার এমন ঘোষণা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি জানিয়েছেন, পুরীতে যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেটি নিম কাঠের তৈরি আর দীঘার জগন্নাথ মন্দিরের মূর্তি মার্বেল দিয়ে তৈরি। রয়েছে সামান্য কিছু তফাৎ।
আরও পড়ুন ? Sikaritar: ভুলে যান দিঘা, পুরি, এবার ১২০০ টাকা খরচে তাঁবুতে রাত কাটান এই জায়গায়
দীঘা স্টেশন সংলগ্ন ২০ একর জায়গায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হচ্ছে। এই জায়গা দেওয়া হয়েছে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। দীঘায় যে মন্দির তৈরি করা হচ্ছে সেটি ৬৫ মিটার উঁচু। ফুটের হিসাবে ২১৩ ফুট। এই মন্দির পুরীর জগন্নাথ দেব মন্দিরের উচ্চতার সমান সমান। মন্দিরটি নির্মাণের দায়িত্ব রয়েছে হিডকো অর্থাৎ রাজ্যের হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঘাড়ে। প্রথমদিকে এই মন্দির তৈরির জন্য খরচ ১০০ কোটি টাকার কম শোনা গেলেও পরবর্তীতে জানা যায়, খরচ হচ্ছে ১৪৩ কোটি টাকার বেশি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন নিয়ে মূর্তি তৈরি হয়ে মূর্তি চলে আসার খবর দিতেই কৌতুহল বাড়ছে কবে উদ্বোধন হবে মন্দিরের তা নিয়ে। এই বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, আগামী চার মাসের মধ্যে মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কাজ সম্পন্ন হয়ে যাবার পর মন্দির উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর স্পষ্ট, লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন হচ্ছে না।