Know which are the coldest places in India: বৈচিত্রে ঘেরা ভারতে এক একটি স্থানের সৌন্দর্য একেক রকম। এখানে যেমন আপনি উষ্ণতম স্থানের সন্ধান পাবেন তেমনি দেখতে পাবেন বহু শীতলতম জায়গাও। যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। ভারতের বিভিন্ন শীতলতম স্থানগুলিতে শীতকালে বহু পর্যটক ভিড় জমায়। শুধুমাত্র শীতকালে স্থানগুলোর চেয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে সেগুলোকে কাছ থেকে উপভোগ করার জন্যই পর্যটকরা সেখানে যায়। আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন ভারতের শীতলতম স্থানগুলো (Coldest Places in India) সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি।
তালিকায় নাম আছে মুনিসিয়ারির যা অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের পিথরাগর জেলাতে (Coldest Places in India) । এটি কিন্তু সমুদ্রতট থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত। এখানকার আবহাওয়া সারা বছরই থাকে শুষ্ক এবং শীতল, আর শীতকালে তাপমাত্রা নেমে যায় -১০ ডিগ্রি। বরফে ঢাকার পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরের কথা মনে করিয়ে দেয়। ট্রেকিং করার জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়। এরপর আমরা আলোচনা করবো জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কথা। ভারতের শীতলতম স্থান হিসাবে এটি খুবই প্রসিদ্ধ। সমুদ্রপৃষ্ঠ থেকে যা প্রায় ১৫০০ ফুট উঁচুতে অবস্থিত। শীতকালে তাপমাত্রা নেমে যায় -৩ ডিগ্রি এবং সাথে হতে থাকে তুষারপাত। কাশ্মীরে একবার গেলে এখানকার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি অবশ্যই ঘুরে আসবেন।
হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ভারতের অন্যতম শীতল জায়গা (Coldest Places in India) । স্পিতি কথার অর্থ হলো মধ্যভূমি। এই স্থানটি কিন্তু ভারত ও তিব্বতের মধ্যে অবস্থিত। অনেকে এই জায়গাটিকে বলে ছোট তিব্বত। শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় -৩০ ডিগ্রি। আবার গরমে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায় যারফলে আবহাওয়া হয় খুবই মনোরম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২৭৪৫ ফুট।
আরও পড়ুন ? Daringbadi trip: পুরি হাজার গেছেন! কিন্তু পাশেই থাকা ‘মিনি কাশ্মীর’ কখনো দেখেছেন! শীতে আবার বরফ পড়ে!
এরপরে আমরা আলোচনা করে নেব লেহ লাদাখের কথা। এটি ভারতের অন্যতম জনপ্রিয় কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের একেবারে উত্তর দিকের এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত। ভারতের বিভিন্ন শীতলতম জায়গা গুলোর মধ্যে এটি সবথেকে জনপ্রিয় (Coldest Places in India) । তালিকায় এর পরই স্থান আছে কারগিলের দ্রাসের। এটিও ভারতের অন্যতম শীতলতম জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা অনেকটা এবং একে অনেকেই বলে লাদাখের প্রবেশদ্বার। ট্রেকিং করার জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। শীতকালে এখানকার তাপমাত্রা -৪৫ডিগ্রি সেলসিয়াস হয়।
তালিকার একেবারে শীর্ষে আছে সিয়াচেন গ্লেসিয়ার এর নাম। ভারতের উত্তর দিকে অবস্থিত কারা-কোরাম পর্বতের এই জায়গাটি ভারতের সবথেকে শীতলতম জায়গা। শীতকালে তাপমাত্রা এতটাই নিচে থাকে এখানে যাওয়া প্রায় অসম্ভব। ভারত এবং পাকিস্তানের একটি বিতর্কমূলক জায়গা এখানে অবস্থিত। এই জায়গাটি এতটাই দুর্গম যে ভারতীয় সেনা ছাড়া আর কেউ এই জায়গায় প্রবেশ করতে পারবে না।