Most Educated country: আমেরিকাও নয়, ব্রিটেনও নয়, জানেন কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি শিক্ষিত

Antara Nag

Published on:

Advertisements

Know which country has the most educated people: আপাতদৃষ্টিতে দেখে অনেকেই মনে করেন পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বোধহয় আমেরিকা কিংবা ইংল্যান্ডেই বসবাস করে। কিন্তু সমীক্ষা কিন্তু একেবারেই অন্য কথা বলছে। আমেরিকা, ইংল্যান্ড এই সমস্ত দেশগুলির অধিকাংশ মানুষই শিক্ষিত একথা সত্য। কিন্তু পরিসংখ্যানের দিক থেকে এই দেশগুলিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে বেশ কয়েকটি দেশ। জানেন কি পৃথিবীর সবচেয়ে শিক্ষিতদের দেশগুলির (Most Educated country) তালিকায় শীর্ষস্থান কার দখলে?

Advertisements

সম্প্রতি অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্টের তরফ থেকে একটি শিক্ষা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। সেই তালিকার ১ নম্বরে নাম রয়েছে কানাডার। অর্থাৎ পৃথিবীর শিক্ষিত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত দেশ (Most Educated country) কানাডা। কানাডার মোট জনসংখ্যার মধ্যে শিক্ষিতদের পরিমাণ ৫৯.৯৬ শতাংশ। এরপরে ২ নম্বরে নাম রয়েছে জাপানের। সেখানকার জনসংখ্যার ৫২.৬৮ শতাংশ মানুষ শিক্ষিত।

Advertisements

তৃতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গের নাম। কি ভাবছেন? আমেরিকা আর ইংল্যান্ডের নাম নেই কেন? আছে, প্রথম দশে নাম আছে তাদেরও। কিন্তু একটু পিছনের দিকে। শিক্ষিত জনসংখ্যার দৌড়ে আমেরিকাকে পিছনে ফেলে এগিয়ে গেছে সাউথ কোরিয়া এবং ইসরাইলও। তালিকায় সাউথ কোরিয়ার স্থান চতুর্থ এবং ইসরাইলের স্থান পঞ্চম। পৃথিবীর শিক্ষিত দেশগুলির তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে আমেরিকা এবং ব্রিটেনের স্থান অষ্টম।

Advertisements

আরও পড়ুন ? Tourist places in Darjeeling: দার্জিলিং গিয়ে শুধু ম্যাল নয়, একবার গিয়েই ঘুরে দেখুন ২৫ খানা জায়গা! নাম ধরে ধরে রইল পুরো তালিকা

ব্রিটেনকে পিছনে ফেলে তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে আয়ারল্যান্ড। কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় হলো পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় (Most Educated country) প্রথম দশে স্থান পায়নি ভারত। ভারতে শিক্ষিতের সংখ্যা কি একেবারেই কম? সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার মাত্র ২০.৪ শতাংশ মানুষ মহাবিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ কোর্সটি শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেন।

কয়েক বছর আগে শিক্ষার উপর ভিত্তি করে ন্যাশনাল স্ট্যাটিসটিকালের একটি সমীক্ষা থেকে জানা গেছিল, ভারতের প্রায় ৭ টি রাজ্যের শিক্ষার হার রীতিমতো শোচনীয়। ভারতের শিক্ষিত রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরালার নাম। কিন্তু অবাক করা বিষয় হলো পৃথিবীর জনসংখ্যার বিচারে শিক্ষিতের হার কিন্তু খুব একটা বেশি নয় (Most Educated country)। সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ৩৯ শতাংশ মানুষ বিভিন্ন মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং নিজেদের শিক্ষা সম্পূর্ণ করেন।

Advertisements