রবিবার ট্র্যাকে নামছে দেশের প্রথম গেরুয়া বন্দে ভারত! ছুটবে এই রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের গণপরিবহনের লাইফ লাইন হল রেল পরিষেবা (Indian Railways)। প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও নানান পরিবর্তন আনা হয়। ঠিক সেই রকমই রেলের তরফ থেকে যাত্রীদের উপহার দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

ভারতীয় রেলের সবচেয়ে বড় ফসল হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে ধরা হয়ে থাকে। এই ট্রেনটি ইতিমধ্যেই ২৫টি রুটে যাতায়াত করছে আর আগামী রবিবার অর্থাৎ ২৪ অক্টোবর আরও ৯ টি রুটে যাতায়াত শুরু করবে। এক ধাক্কায় এই ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৪। তবে এর থেকেও বড় চমক হল রবিবারই দেশের প্রথম গেরুয়া ও ধূসর বন্দে ভারতের উদ্বোধন হবে। নতুন ধাঁচের এই বন্দে ভারত কোন রুটে চলবে জানেন?

Advertisements

দেশের প্রথম কোন রুটে গেরুয়া ও ধূসর রংয়ের বন্দে ভারত চলবে তা জানার আগে জেনে নেওয়া যাক এতে কি ফারাক রয়েছে? রঙের ক্ষেত্রে ফারাক থাকা ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে ফারাক রয়েছে বলে দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে। ফারাক বলতে আরও উন্নত করা হয়েছে নতুন এই ট্রেনটিকে। গেরুয়া ও ধূসর রঙের বন্দে ভারত এক্সপ্রেসে আরও ভালো কুশন দেওয়া হয়েছে বসার জন্য। এক্সিকিউটিভ চেয়ার কারে পা মেলার জন্য জায়গা আরও বাড়ানো হয়েছে। এছাড়াও ওয়াশ বেসিন লাগানো হয়েছে এবং টয়লেটে আরও ভালো আলো দেওয়া হয়েছে।

Advertisements

এর পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে, নতুন ধূসর ও গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য হবে। যাতায়াত এবং ট্রেনে বিভিন্ন জিনিসপত্র ভালোভাবে ব্যবহারের জন্য ক্যাপাসিটিভ টাচ, উন্নত রোলার ব্লাইন্ড ফ্যাব্রিক। এছাড়াও উন্নত নিরাপত্তার জন্য অ্যান্টি-ক্লাইম্বিং ডিভাইসে রিডিং ল্যাম্প টাচিং পরিবর্তন করা হয়েছে।

এখন দেখে নেওয়া যাক দেশের প্রথম ধূসর ও গেরুয়া রঙের বন্দে ভারত কোন রুটে যাতায়াত করবে? দেশের প্রথম ধূসর ও গেরুয়া রঙের বন্দে ভারত ট্রেনটি প্রথম যাতায়াত করবে তিরুবন্তপুরম এবং কাসারগোডের মধ্যে। এই ট্রেনটিতে চড়ে পর্যটকরা কেরালার বিভিন্ন জায়গা দর্শন করতে পারবেন। এর আগেও এই রুটে একটি বন্দে ভারত রয়েছে। দ্বিতীয় বন্দে ভারত অর্থাৎ গেরুয়া ও ধূসর রঙের বন্দে ভারত একই রুটে পরিষেবা দেবে। মূলত এই রুটে বন্দে ভারতের ব্যাপক চাহিদা থাকার কারণে দ্বিতীয় ট্রেন দেওয়া হচ্ছে।

Advertisements